Serial Shooting: গরমে শিল্পীদের পাশে ফেডারেশন, সিরিয়াল শুটিংয়ে মানতে হবে একাধিক নিয়ম, কী বলছে ইম্পা
EIMPA: কলাকুশলিদের কথা মাথায় রেখেই আমরা ইম্পা এবং প্রোডাকশন গিলের কাছে এই অনুরোধ করেছি। সকলের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া।
বিহঙ্গী বিশ্বাস ও জয়িতা চন্দ্র
মাঝ এপ্রিলেই তাপমাত্রার পারদ তুঙ্গে। ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতর থেকে। বেলা ১১ থেকে ৩ টে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে বেরতেও নিষেধ করা হচ্ছে। এই অবস্থায় কীভাবে চলতে পারে ধারাবাহিকের শুটিং, সেই বিষয় নজর দিল ফেডারেশন। ‘ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’র সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, এই সময় চ্যানেল, শিল্পী ও টেকনিশিয়ানদের কথা মাথায় রেখেই এমন পদক্ষেপ করতে হবে, যাবে ধারাবাহিকের কাজও চলে, আবার শিল্পীদের কিছুটা হলেও স্বস্তি দেওয়া যায়। টানা ১৪ ঘণ্টা করে ফ্লোরে কাজ করতে হয়, তবে আগামী কয়েকদিন এই বিষয় খানিকটা সচেতন থাকা উচিত বলেই আর্জি স্বরূপ বিশ্বাসের।
TV9-কে কী জানালেন স্বরূপ বিশ্বাস?
স্বরূপ বললেন, “কলাকুশলীদের কথা মাথায় রেখেই আমরা ইম্পা এবং প্রোডাকশন গিলের কাছে এই অনুরোধ করেছি। সকলের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া। আপাতত বাইরের শুটিং বন্ধ রাখতে বলেছি, পারলে একজন চিকিৎসকের ব্যবস্থাও করতে বলেছি। আরও কিছু-কিছু বিষয়ে নজর দেওয়ার অনুরোধ করছি। যাতে কাজটা সুষ্ঠভাবে চলে, কারও সমস্যা না হয়। টেকনিশিয়ানদেরও তালিকা থেকে বাদ রাখিনি। যদিও সেটা আর্টিস্ট ফোরামের করার কথা, তা-ও পরিস্থিতির দিকে তাকিয়ে আমি-ই বললাম। এখন উত্তরের অপেক্ষায় আছি। সবে তো বিষয়টা নিয়ে কথা উঠল, আশা করব এই বিষয়ে সকলেই এগিয়ে আসবেন।”
এই প্রসঙ্গে কী ভাবছে ইম্পা, তা জানতে TV9 বাংলার পক্ষ থেকে সভাপতি পিয়া সেনগুপ্তের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, তিনি কোনও ইমেলই পাননি এ দিন সকাল পর্যন্ত। কথা কানে যেতেই স্বরূপ বিশ্বাস কিছুক্ষণের মধ্যে ইম্পাকে ইমেলটি পাঠান ও আবেদন করেন, ”এই সময় সকলের সহযোগিতা প্রয়োজন। আমি চাই সকলে এগিয়ে আসুন, কাজটা সচল থাকুক, আবার শিল্পী-টেকনিশিয়ান সকলের স্বাস্থ্যের দিকটাও নজরে রাখা হোক।”
স্বরূপ বিশ্বাসের মেইল পাওয়া মাত্রই TV9-কে পিয়া সেনগুপ্ত বলেন, ”আমরা সদ্য ইমেলটি পেলাম। আগামী সোমবার এই বিষয় আমরা একটি মিটিং করব। যাঁদের শুটিং চলছে, তাঁদের দিকটাও তো দেখতে হবে কীভাবে কী করা যায়। আবার অন্যদিকে গরমের বিষয়টাও মাথায় রাখতে হবে। তাই একটু সময় নিয়ে সোমবার মিটিং করে যা সিদ্ধান্ত নেওয়ার আবার নেব।”
বুধবার ফেডারেশনের কড়া ইমেলে কী-কী বিষয়ের উল্লেখ রয়েছে?
১. বাইরের শুটিং বন্ধ রাখতে হবে ২. এসি ছাড়া যে ফ্লোর গুলো আছে যেখানে যেন পর্যাপ্ত পরিমাণ পাখার ব্যবস্থা থাকে ৩. ফ্লোরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকে ৪. ওআরএস বা ফলের রসের ব্যবস্থা যেন থাকে ৫. টানা শুটিং নয়, মাঝে মাঝে বিরতি দিতে হবে ৬. এসি ফ্লোরগুলোয় নজর রাখতে হবে যাতে এসি ঠিকভাবে কাজ করে