Misty Singh: থালা ভর্তি রকমারি খাবার, মিষ্টিকে আইবুড়ো ভাতে কী খাওয়ালেন তিথি?

Misty Singh: থালা ভর্তি সাজানো খাবার। তাতে পাঁচ রকমের ভাজা থেকে শুরু করে পোলাও, মাটন কী নেই। দীর্ঘদিনের সহকর্মী মিষ্টি সিংকে এভাবেই আইবুড়ো ভাতের থালা সাজিয়ে দিলেন ছোট পর্দার ঝিলিক ওরফে তিথি বসু।

Misty Singh: থালা ভর্তি রকমারি খাবার, মিষ্টিকে আইবুড়ো ভাতে কী খাওয়ালেন তিথি?
মিষ্টিকে আইবুড়ো ভাতে কী খাওয়ালেন তিথি?
Follow Us:
| Edited By: | Updated on: May 09, 2023 | 6:14 PM

থালা ভর্তি সাজানো খাবার। তাতে পাঁচ রকমের ভাজা থেকে শুরু করে পোলাও, মাটন কী নেই। দীর্ঘদিনের সহকর্মী মিষ্টি সিংকে এভাবেই আইবুড়ো ভাতের থালা সাজিয়ে দিলেন ছোট পর্দার ঝিলিক ওরফে তিথি বসু। ডাব চিংড়ি থেকে শুরু করে মিষ্টি দই… খাবারের বহর দেখলে তাজ্জব হয়ে যাবেন আপনি। খাবারের ছবি শেয়ার করেছেন খোদ তিথি। হাসিমুখে তাঁর ও মিষ্টির ছবি শেয়ার করে লিখেছেন, “যে বিয়ের অনুষ্ঠানটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, সেই বিয়েই অবশেষে আগত। আমি ভীষণ ভীষণ উত্তেজিত।” শুধু তিথি যে খাইয়েছেন এমনটা কিন্তু নয়, নিজের থালা থেকে মিষ্টিকে হাতে করে খাইয়ে দিয়েছেন মিষ্টিও।

কবে বিয়ে মিষ্টি সিংয়ের? কেই বা তাঁর হবু স্বামী? এ উত্তর আপনাকে আগেই জানিয়েছিল টিভিনাইন বাংলা। ছোটবেলার বন্ধু রেমো দাসকেই বিয়ে করছেন তিনি। প্রায় ১৪ বছরের সম্পর্ক তাঁদের। বিয়ের আগেই থাকছে লম্বা অনুষ্ঠান। গায়ে হলুদ থেকে মেহেন্দি– কী নেই তাতে? তবে বিয়েতে বেনারসি নয়, তাঁর পছন্দ লেহেঙ্গা। একই দিনে হবে বিয়ে ও রিসেপশনের অনুষ্ঠান। মন্ত্রোচ্চারণ করে বিয়ে করছেন না তিনি। বিয়েতে মিষ্টি বেছে নিয়েছেন রাজপুত থিম। ভেটকি থেকে পাঁঠার মাংস, চিকেন… থাকছে এলাহি সব আয়োজন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইন্ডাস্ট্রির সব বন্ধুই নিমন্ত্রিত আমার বিয়েতে। ছোটবেলার প্রেম আমার আর রেমোর। ওর রিয়্যাল এস্টেটের ব্যবসা আছে। বিয়ের দিন লহেঙ্গাই পরব। তবে পরের দিন, যে দিন শ্বশুরবাড়ি যাব সে দিন বেনারসি পরব।” কিছু দিন আগেই ছোট পর্দার অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হয়েছিল তৃণমূল নেতা সৌম্য বক্সীর সঙ্গে। এবার আরও এক জাঁকজমকের বিয়ে। ইন্ডাস্ট্রির অন্দরেও বইছে বিয়ের হাওয়া। আর যে বেশি সময় বাকি নেই। প্রসঙ্গত, ছোট পর্দা থেকেই কেরিয়ার শুরু তাঁর। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল ‘আলতা ফড়িং’ ধারাবাহিকে। তবে ইন্ডাস্ট্রি তাঁকে আজও চেনেন ‘ভাদু’ হিসেবেই। তাঁর ঢলঢলে মুখ, ডাগর চোখের মোহে বুঁদ কিন্তু অনেকেই। যদিও মিষ্টি মন দিয়েছে রেমোকেই, সেই কত বছর আগে।

View this post on Instagram

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s)