Tolly Gossip: নতুন প্রেমের মাঝেই তিয়াসাকে নিয়ে সমালোচনা, কেন কটাক্ষের মুখে নায়িকা?
Tolly Gossip: তিয়াসা লেপচা... ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি। এক অন্ধকার অতীত পেরিয়ে সম্প্রতি তিনি খুঁজে পেয়েছেন তাঁর নতুন ভালবাসা। কিছু দিন আগে টিভিনাইন বাংলাকেই প্রথম জানিয়েছিলেন তাঁর ভালবাসার মানুষটির নাম। এ হেন তিয়াসাই, এবার কটাক্ষের মুখে। কিন্তু কেন?

তিয়াসা লেপচা… ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি। এক অন্ধকার অতীত পেরিয়ে সম্প্রতি তিনি খুঁজে পেয়েছেন তাঁর নতুন ভালবাসা। কিছু দিন আগে টিভিনাইন বাংলাকেই প্রথম জানিয়েছিলেন তাঁর ভালবাসার মানুষটির নাম। এ হেন তিয়াসাই, এবার কটাক্ষের মুখে। কিন্তু কেন?
এই মুহূর্তে তিনি অভিনয় করছেন ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে। ওই ধারাবাহিকে তাঁর চরিত্রটি সাদামাঠা। এর আগে কৃষ্ণকলি ধারাবাহিকেও তিনি ছিলেন একেবারে এক ছাপোষা চরিত্রে। সেই তিয়াসাকেই এবার হট প্যান্টে দেখে সমালোচনার বন্যা কমেন্ট বক্সে। ভিডিয়ো পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেখানেই একজন কমেন্ট করেন, ” প্যান্টটা তো আর একটু ছোট করতে পারতেন।” শুধু তাই নয়, উড়ে আসে আরও অন্যান্য কটাক্ষ। ‘গার্লস নেক্সট ডোর’কে এভাবে দেখে চটে লাল নেটিজেনদের একটা বড় অংশ। যদিও তাতে বিচলিত নন তিয়াসা। এই মুহূর্তে তার মনে বসন্তের ছোঁয়া।
প্রসঙ্গত, এর আগে নিজের নতুন প্রেমের সম্পর্ক নিয়ে তিয়াসা জানিয়েছিলেন সেই মানুষটিও ইন্ডাস্ট্রির অংশ। তিনি আরও জানিয়েছিলেন, এখনই প্রেমিকের নাম তিনি প্রকাশ্যে আনতে চান না। তবে ইন্ডাস্ট্রির অংশ হওয়া ছাড়াও বিভিন্ন রাজনৈতিক মঞ্চেও দেখা মেলে ওই অভিনেতার। হঠাৎ করে প্রেম নয় বেশ কিছুদিন ধরেই সম্পর্কে আছেন তাঁরা। আর বিয়ে? তিয়াসার কথায়, “যার সঙ্গে সম্পর্কে রয়েছি, তিনি কিন্তু ইন্ডাস্ট্রিরই একজন মানুষ। ভীষণই ভাল সে। আমি খুব ভাল আছি তাঁর সঙ্গে। যদি সব কিছু ঠিকঠাক থাকে ভবিষ্যতে বিয়েরও পরিকল্পনা আছে। তবে এখনই এই সব নিয়ে কিছু ভাবছি না। আপাতত কাজেই মন দিতে চাই।” এর আগে সুবান রায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন তিয়াসা। খুব ছোট বয়সে বিয়ে করেন তারা। যদিও বেশ কিছু বছর বিবাহিত সম্পর্কে থাকার পর গত বছর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। সুবানও ইন্ডাস্ট্রির অংশ। তাঁকেও দেখা যায় বিভিন্ন ধারাবাহিকে।
View this post on Instagram





