Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tiyasha Lepcha: হ্যাঁ, আমি সম্পর্কে রয়েছি, ভবিষ্যতেরও পরিকল্পনা রয়েছে: তিয়াসা লেপচা

Tiyasha Lepcha: এক অন্ধকার অতীত তিনি পেরিয়ে এসেছেন। সুবান রায়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে গত বছরেই। কেন তাঁদের বিচ্ছেদ হল, তা নিয়ে এ যাবৎ কম চর্চা হয়নি। শুধু তাই নয়, সুবানকে হাতিয়ার করে তিনি টেলিপাড়ায় ব্রেক পেয়েছেন, উঠেছিল, এই সব অভিযোগও।

Tiyasha Lepcha: হ্যাঁ, আমি সম্পর্কে রয়েছি, ভবিষ্যতেরও পরিকল্পনা রয়েছে: তিয়াসা লেপচা
তিয়াসা লেপচা
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2023 | 1:27 PM

এক অন্ধকার অতীত তিনি পেরিয়ে এসেছেন। সুবান রায়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে গত বছরেই। কেন তাঁদের বিচ্ছেদ হল, তা নিয়ে এ যাবৎ কম চর্চা হয়নি। শুধু তাই নয়, সুবানকে হাতিয়ার করে তিনি টেলিপাড়ায় ব্রেক পেয়েছেন, উঠেছিল, এই সব অভিযোগও। ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা চললেও ঠিক কী ঘটেছিল তা যদিও এড়িয়েই গিয়েছেন তিনি। তবে সে সব অতীত। তিনি যে আবার সম্পর্কে রয়েছেন, বিগত বেশ কিছু মাস ধরেই টলিপাড়ায় সেই চর্চা কিন্তু চলছিলই। এ বার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টিভিনাইন বাংলাকে তিয়াসা জানিয়েই দিলেন জীবনকে দ্বিতীয় সুযোগ দিতে প্রস্তুত তিনি। বেশ কিছু সময় ধরেই সম্পর্কে রয়েছেন তিনি।

তিয়াসার কথায়, “যা ঘটেছে তা ঘটেছে। আর কী কী ঘটেছে, তা আমি জানি, আমার পরিবার জানে। সে সব বিষয়কে টেনে এনে কথা বলতে চাই না। তবে স্বীকার করতে আপত্তি নেই যে আমি সম্পর্কে রয়েছি। যার সঙ্গে সম্পর্কে রয়েছি, তিনি কিন্তু ইন্ডাস্ট্রিরই একজন মানুষ। ভীষণই ভাল সে। আমি খুব ভাল আছি তাঁর সঙ্গে। যদি সব কিছু ঠিকঠাক থাকে ভবিষ্যতে বিয়েরও পরিকল্পনা আছে। তবে এখনই এই সব নিয়ে কিছু ভাবছি না। আপাতত কাজেই মন দিতে চাই।”

তিয়াসা চান না এখনই তাঁর প্রেমিকের নাম প্রকাশ্য আসুক। তবে তাঁর প্রেমিক কিন্তু টেলিপাড়ার বেশ পরিচিত মুখ। বহু রাজনৈতিক মঞ্চেও তাঁকে দেখা গিয়েছে। তিয়াসার জন্মদিনেও সর্বক্ষণ সঙ্গে ছিলেন তিনি। এমনকি তিয়াসাকে সারপ্রাইজ দেওয়া থেকে শুরু করে জন্মদিনের পার্টির আয়োজন–এ সবের দায়িত্বও নিজে হাতে সামলেছেন সেই অভিনেতা। আগামী দিনে কী হয়, সে হিসেব তাঁরা তুলে রেখেছেন সময়ের হাতে। এই মুহূর্তে ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তিয়াসাকে। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক দিয়েই টেলিপাড়ায় ডেবিউ হয় তাঁর। তাঁর অভিনয় বেশ ভাল লেগেছিল দর্শকের। দুই ধারাবাহিকেই তাঁর নায়ক নীল ভট্টাচার্য।