AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trina Saha Marriage: সহ-অভিনেতার সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে তৃণা, কোথায় নীল? খুঁজছে নেটপাড়া

Tollywood Jodi: যদিও একের পর এক পোস্ট দেখে ভক্তরা বেশ অভাব বোধ করছিলেন নীলের। এবার হাজির হলেন অভিনেতাও।

Trina Saha Marriage: সহ-অভিনেতার সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে তৃণা, কোথায় নীল? খুঁজছে নেটপাড়া
| Edited By: | Updated on: Mar 06, 2023 | 4:08 PM
Share

টলিউড অভিনেত্রী তৃণা সাহা ও নীল ভট্টাচার্যের জুটি এক কথায় সকলের বেশ পছন্দের। সোশ্যাল মিডিয়ায় বারবরই সক্রিয় তাঁরা। একের পর এক পোস্ট করে থাকেন মাঝে মধ্যেই। বিয়ের পিঁড়িতে বসা থেকে শুরু করে তাঁদের অবসর সময় কাটানোর মুহূর্ত, বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন ভক্তরা। ঝড়ের গতিতে ভাইরাল হয় এক একটি পোস্ট। তবে এবার এ কী কাণ্ড! কোথায় নীল! বেশ কিছুদিন ধরে দেখা মিলছে না তৃণার প্রোফাইলে নীলের। তার মধ্যেই মিলল বিয়ের পোস্ট। গায়ে হলুদ থেকে শুরু করে কনে লুকে একাধিক ছবি শেয়ার করে নিলেন তৃণা। কনে সাজেও নজর কাড়লেন।

View this post on Instagram

A post shared by Trina Saha Bhattacharya (@trinasaha21)

ঠিক যেন বলিউডের ট্রেন্ডে গা ভাসান লুক। হালকা গোলাপী রঙের থিমে এদিন এক কথায় স্নিগ্ধ লুকে ধরা দিলেন সেলেন। যা ঝড়ের গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে কাকে বিয়ে করতে চলেছেন তৃণা। বেশ কিছুদিন আগে তৃণা সাহা ও নীলের বিচ্ছেদ নিয়ে খবর ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও সে খবর ভুয়ো। এবারও তেমন কোনও চিন্তার কারণ নেই ভক্তদের। কারণ তৃণার এই বিয়ে ও সাজ সবটাই তাঁর পর্দার সিরিয়াল বালিঝড়-এর জন্যে।

অভিনেতা কৌশিক রায়কে বিয়ে করছেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার। কৌশিক রায়ের সঙ্গে এর আগে সেলেব অভিনয় করেছিলেন খড়কুটো ধারাবাহিকে। সেখানে তাঁদের প্রথমবার পর্দায় বিয়ে হয়। আবারও এইজুটি একসঙ্গে কাজ করছেন বালিঝড় ধারাবাহিকে। সেখানেই এবার বিয়ের পিঁড়িতে জুটি। যদিও একের পর এক পোস্ট দেখে ভক্তরা বেশ অভাব বোধ করছিলেন নীলের। এবার হাজির হলেন অভিনেতাও। তৃণার সঙ্গে একটি নাচের ভিডিয়ো শেয়ার করতেই খুশির মেজাজে ভক্তরা।