AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Fashion: এ কেমন পোশাক? উরফির হাত খুঁজতে মরিয়া নেটপাড়া, তবুও মন জিতলেন ভাইরাল কুইন

Viral Video: উরফি জাভেদ, ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই সেলেবের প্রতিটা পোস্টে কিছু না কিছু নতুন থাকে। কয়েকদিন আগেই অন্য সুরে কথা বললেন সেলেব।

Viral Fashion: এ কেমন পোশাক? উরফির হাত খুঁজতে মরিয়া নেটপাড়া, তবুও মন জিতলেন ভাইরাল কুইন
উরফি জাভেদ।
| Edited By: | Updated on: Feb 26, 2023 | 12:03 PM
Share

বরাবরই নেটপাড়ায় ভাইরাল সেলেব ডিভা উরফি জাভেদ। যে যাই বলুক না কেন, তাঁর নিত্যনতুন ফ্যাশন স্টক যেন শেষ হওয়ার নয়। তবে এবার শরীরের নীচের অংশের পোশাক তো গায়েব হলই, সঙ্গে উধাও হাত। কয়েকদিন আগে উরফির মুখে ভ্রু খুঁজতে মরিয়া ছিল নেটপাড়া। এবার যদিও সেই খামতি মিটল, তবে হাতের কোনও দেখা মিলল না। যদিও এই পোশাক পরে সামনে আসতেই যা করলেন উরফি, তাতে প্রশ্ন না করে স্থির থাকতে পারল না নেটিজ়েনরা। উরফি জাভেদ সামনে দাঁড়িয়ে থাকা এক গরিব মানুষের হাতে কিছু টাকা দিয়ে সাহায্য করেন। সেই ভিডিয়োই বর্তমানে ঘুরছে ভক্তদের হাতে হাতে।

উরফি জাভেদ, ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই সেলেবের প্রতিটা পোস্টে কিছু না কিছু নতুন থাকে। কয়েকদিন আগেই অন্য সুরে কথা বললেন সেলেব। না, পোস্ট দেখে নেটিজ়েনদের নোংরা মন্তব্যের অপেক্ষা না করে নিজেই এবার নোংরার পিছনে লুকলেন স্তনযুগল।

অর্থাৎ পোশাকের যে চমক তিনি সামনে আনলেন তাতে কেবল লেখা ছিল ডার্টি। এই শব্দটাকেই পোশাক বানিয়ে পরলেন তিনি। তবে পোশাকের চমক আর এবার খুব একটা উত্তেজিত করল না ভক্তদের। যা চোখে লাগল, তা হল তাঁর মুখের অবয়ব। এটা উরফি! অনেকেই যেন দেখে চিনতে পারলেন না। ঠিক চেনাই যাচ্ছে না। কারণ মুখ থেকে উধাও হয়ে গিয়েছিল তাঁর ভ্রু।

কেউ বললেন চিনা, কেউ আবার খুঁজে বেড়ালেন তাঁর আইব্রো অর্থাৎ ভ্রু। চোখের ওপর একটা মাত্র কালো দাগ ভ্রুর নামে। এও সম্ভব! কোথায় গেল উরফির মোটা কালো ভ্রু! এ কী করে ফেললেন তিনি ফ্যাশনের নামে! চিন্তায় ভক্তমহল। সদ্য এমনই লুকে উরফি জাভেদ  ধরা দিতেই হয়ে গেলে ভাইরাল।