Urfi Javed Fashion: সি-থ্রু পোশাকে এতটা ঝুঁকি নিলেন! একটু হলেই বিপদে পড়তেন উরফি
Viral News: উরফির ছবি সামনে আসতেই তা মুহূর্তে ভাইরাল। সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেওয়া এই সেলেবকে নিয়ে আবারও শুরু তাই বিতর্ক।

উরফি জাভেদ, বিটাউনের ভাইরাল সেলেব থেকে শুরু করে ফ্যাশনিস্তা, যাই তকমা তাঁকে দেওয়া হল না কেন, ট্রোলের ক্ষেত্রে তিনিই সুপারস্টার। নেটিজ়েনদের নজর সর্বদাই থাকে এই সেলেবের ওপর। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া উরফির এক একটি ফ্যাশন টিপস যেন সকলকে তাক লাগিয়ে দেয়। কখনও সেফটিপিন, কখনও আবার দড়ি, কখনও কখনও ফুল কিংবা কাগজ, তাঁর তালিকা থেকে কিছুই বাদ পড়ে না। সব দিয়েই তিনি পোশাক বানাতে সিদ্ধহস্ত। তবে এবার পরলেন সিথ্রু ড্রেস। যা দেখে সকলের চক্ষু চড়কগাছ।
গোপনাঙ্গের পাশ থেকে বডারলাইন, স্তনের ক্ষেত্রেও একই অবস্থা, এমন একটি পোশাক পরে কীভাবে সকলের সামনে বেরিয়ে এলেন তিনি প্রশ্ন এক শ্রেণির। ফ্যাশনের নামে এতটা ঝুঁকি! উরফির ছবি সামনে আসতেই তা মুহূর্তে ভাইরাল। সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেওয়া এই সেলেবকে নিয়ে আবারও শুরু তাই বিতর্ক। কেউ সাবাসি দিচ্ছেন, কেউ আবার সোজাসাপ্টা জানিয়ে দিচ্ছেন উরফির কোনও ফ্যাশন নিয়ে জ্ঞানই নেই। বর্তমানে এই ছবি ভাইরাল হতেই চমকে উঠলেন সকলে। ঠিক এই একই কারণ বশত ওয়ারড্রোব ম্যাল ফ্যাংশনের শিকারও হতে হয়েছে তাঁকে।
View this post on Instagram
কখনও ফ্রেমবন্দি হতে দেখা যায় তাঁর অন্তর্বাস, কখনও আবার ভুল পোজ়ের জেরে ভাইরাল হওয়া। যদিও বাস্তবে উরফি নিজের পক্ষে প্রশ্ন করতে সিদ্ধহস্ত। কিছুদিন আগেই তাঁকে বলতে শোনা যায়, ভাইরাল হলে হয়তো জনপ্রিয় হওয়া যায়, কিন্তু টাকা আসে না। রোজগারের জন্য প্রয়োজন কাজ। কিন্তু সেই কাজই পাচ্ছেন না উরফি। একাধিক কাজের প্রস্তাব এলেও কোনওটাতেই সেভাবে মত দিতে পারেননি তিনি। ভাল চরিত্র কিংবা কাজের সন্ধানেই এখন মরিয়া এই সেলেবস্টার। ফ্যাশনটা তাঁর কাছে লাইম লাইটে থাকার একটি অস্ত্র মাত্র।
