Anusha Viswanath: ‘আমার মায়ের মধ্যেও অনেক ছেলেমানুষি রয়েছে’, অনুষা বিশ্বনাথনের স্বীকারোক্তি

Jol Thoi Thoi Bhalobasha: 'জল থৈ থৈ ভালবাসা' ধারাবাহিকে অনুষার চরিত্রের নাম তোতা। সে তার মাকে প্রত্যেক বিষয়ে সমর্থন করে। মা ঠিক করলেও করে। ভুল করলেও কোনও কিছুতে না করে না। পর্দায় মা-মেয়ের রসায়ন কি বাস্তবেও একই ধরনের? TV9 বাংলার প্রশ্নের উত্তরে কী বললেন অনুষা?

Anusha Viswanath: ‘আমার মায়ের মধ্যেও অনেক ছেলেমানুষি রয়েছে’, অনুষা বিশ্বনাথনের স্বীকারোক্তি
অভিনেত্রী অনুষা বিশ্বনাথন।
Follow Us:
| Updated on: Oct 08, 2023 | 9:13 AM

স্নেহা সেনগুপ্ত

কেরিয়ারে প্রথম কোনও সিরিয়ালে অভিনয় করছেন অনুষা বিশ্বনাথন। তিনি একজন তারকা সন্তান। পরিচালক-নাট্য ব্যক্তিত্ব অশোক বিশ্বনাথন এবং অধ্যাপিকা-সঞ্চালিকা মধুমন্তি মৈত্রর কন্যা তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্রী অনুষা। সদ্য পাশ করেছেন স্নাতকোত্তর পর্বের পরীক্ষা। ওয়েব সিরিজ় এবং সিনেমায় আগেই অভিনয় করেছেন তিনি। টলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে নজর কেড়েছেন আগেই। তাঁকে সম্প্রতি দেখা যাচ্ছে একটি বাংলা ধারাবাহিকে। যে ধারাবাহিকের নাম ‘জল থৈ থৈ ভালোবাসা’। ধারাবাহিকে অপরাজিতা আঢ্যর কন্যার চরিত্রে অভিনয় করছেন তিনি। প্রোমো থেকে শুরু করে পোস্টারে ছবি রয়েছে তাঁর এবং অপরাজিতারই। ‘জল থৈথৈ ভালোবাসা’ মূলত এমন এক নারীচরিত্রকে কেন্দ্র করে তৈরি, যার বয়সটাই বেড়েছে, কিন্তু মনের দিক থেকে যুবতী। তাকে কিশোরী বললেও ভুল বলা হবে না। তেমনই এক মায়ের মেয়ের চরিত্রে অভিনয় করছেন অনুষা। অনুষার চরিত্রের নাম তোতা। সে তার মাকে প্রত্যেক বিষয়ে সমর্থন করে। মা ঠিক করলেও করে। ভুল করলেও কোনও কিছুতে না করে না। পর্দায় মা-মেয়ের রসায়ন কি বাস্তবেও একই ধরনের? TV9 বাংলার প্রশ্নের উত্তরে কী বললেন অনুষা?

প্রশ্ন: হঠাৎ ধারাবাহিকে অভিনয়ে করার কথা ভাবলেন কেন?

অনুষা: হঠাৎই সুযোগটা চলে এসেছিল। আমার তেমন কোনও পরিকল্পনা ছিল না। দেখলাম অপরাজিতাদির সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ আছে। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রত্যেক গল্পই আমার মন ছুঁয়ে যায়। তাই আর না করলাম না।

অনুষা বিশ্বনাথন এবং অপরাজিতা আঢ্য।

প্রশ্ন: ধারাবাহিকে অভিনয় করে কেমন লাগছে?

অনুষা: সত্যি বলতে দারুণ অভিজ্ঞতা। এটা আমার কেরিয়ারের প্রথম সিরিয়াল। অপরাজিতাদির সঙ্গে কাজ করছি। প্রত্যেক মুহূর্তে কিছু না-কিছু শিখছি তাঁর থেকে। স্ক্রিনের বাইরেও অপাদি আমার মায়ের মতই। তার উপর লীনা গঙ্গোপাধ্যায়ের গল্প।

প্রশ্ন: তাহলে কি অনুষাকে আর কোনওদিনও আমরা বড় পর্দায় কিংবা ওয়েব সিরিজ়ে দেখব না?

অনুষা: এমন কোনও বিষয় নেই কিন্তু। এই সিরিয়ালটা ভাল লেগেছে বলেই কাজ করছি। ভাল কোনও সিনেমা কিংবা ওয়েব সিরিজ়ের সুযোগ পেলে নিশ্চয়ই করব।

প্রশ্ন: অপরাজিতার সঙ্গে আপনার রসায়ন কেমন?

অনুষা: দারুণ রসায়ন। তিনি আমার মেন্টরের মত। অনেক কিছু সেখান তিনি। তাঁর সঙ্গে বন্ধুত্বসুলভ সম্পর্ক আমার। অভিনেত্রী হিসেবে অনেকখানি সমৃদ্ধ হচ্ছি। এটা একটা বড় পাওয়া। আর সিরিয়ালের চরিত্র যদি বলেন আমার চরিত্রটা অনেকটা মায়ের মেয়ের চেয়ে মায়ের মা হয়ে ওঠার মতো। মা যেন সন্তানের মতো।

প্রশ্ন: এই একই রসায়ন কি আপনার সঙ্গে আপনার মায়েরও?

অনুষা: অনেকটা তাই। আমার মায়ের মধ্যেও অনেক ছেলেমানুষি রয়েছে। তিনি অত্যন্ত পশুপ্রেমী। হঠাৎ-হঠাৎই বাড়িতে সারমেয়দের নিয়ে চলে আসেন। আর আমাকে এসে বলেন, দিদাকে যেন না বলি। মায়ের হয়ে আমি ম্যানেজ করি দিদার সঙ্গে। কিছু-কিছু ক্ষেত্রে মায়ের শখ-আহ্লাদ মেটানোর চেষ্টা করি আমি। সিরিয়ালের থেকে আলাদা নয় বিষয়টা। এর ফলেই সিরিয়ালে কোজাগরী-তোতার সম্পর্কের রসায়ন দর্শকের মনে ধরেছে।

মা মধুমন্তি মৈত্রর সঙ্গে অনুষা।

অলঙ্করণ: শুভ্রনীল দে