Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Solanki-Ankita: শোলাঙ্কি-অঙ্কিতার সংসারে নতুন অতিথি অঙ্কিতার স্বামী? প্রিয় রুমমেটের বিয়ে প্রসঙ্গে ইঙ্গিত দিলেন শোলাঙ্কি

Family-Tollywood: গল্ফ গ্রিন সংলগ্ন একটি অ্যাপার্টমেন্টে অঙ্কিতা-শোলাঙ্কির সংসার। অঙ্কিতাকে রুমমেট হিসেবে পেয়ে শোলাঙ্কি দারুণ খুশি। অঙ্কিতাও তাই।

Solanki-Ankita: শোলাঙ্কি-অঙ্কিতার সংসারে নতুন অতিথি অঙ্কিতার স্বামী? প্রিয় রুমমেটের বিয়ে প্রসঙ্গে ইঙ্গিত দিলেন শোলাঙ্কি
শোলাঙ্কি-অঙ্কিতার সংসার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 22, 2022 | 8:39 PM

শুক্রবার (২২.০৪.২০২২) প্রকাশ্যে এসেছে অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী ও অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের বিয়ের ছবি। না, আজ তাঁরা বিয়ে করেননি। তাঁরা বিয়ে করেছিলেন শীতে। কিন্তু এতদিন তাঁদের বিয়ের খবর জানতে পারেনি কাকপক্ষীতেও। একটিও ছবি সামনে আসেনি। যদিও বা তাঁদের সম্পর্কের কথা সকলেই জানত। বিয়ের ছবি সামনে আসতেই সকলের শুভেচ্ছাবার্তা ভেসে আসছে। এখানে একটা মজার বিষয় আছে। টলি অভিনেত্রী অঙ্কিতার রুমমেট আর এক অভিনেত্রী। তাঁকে সকলেই দেখছেন ‘গাঁটছড়া’ ধারাবাহিকে। মাস খানেক আগে তাঁকে যিশু সেনগুপ্তর সঙ্গে ‘বাবা, বেবি ও…’ ছবিতে দেখেছেন দর্শক। তিনি শোলাঙ্কি রায়। শোলাঙ্কি দারুণ অভিনেত্রী। তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়। একই কথা অঙ্কিতার জন্যেও প্রযোজ্য। তিনিও বাংলার টেলি ও টলি ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত। তিনিও সু-অভিনেত্রী। এই দুই তারকা থাকেন গল্ফ গ্রিন সংলগ্ন একটি অ্যাপার্টমেন্টে। অঙ্কিতাকে রুমমেট হিসেবে পেয়ে শোলাঙ্কি দারুণ খুশি। অঙ্কিতাও তাই। রুমমেটের বিয়ে হয়ে গেলে দুঃখে থাকাটাই স্বাভাবিক। তাই অঙ্কিতা-প্রান্তিকের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শোলাঙ্কির মনের হদিশ পেতে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল TV9 বাংলা।

TV9 বাংলার সঙ্গে একটি সাক্ষাৎকারে শোলাঙ্কি বলেছিলেন অঙ্কিতাকে রুমমেট হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। তিনিই নাকি সুন্দর করে সাজিয়ে তুলেছেন শোলাঙ্কি-অঙ্কিতার সংসার। প্রাণের রুমমেটের বিয়ে হয়ে গেল। তা হলে কি ভেঙে গেল তাঁদের সাজানো সংসার? একাকী হয়ে গেলেন শোলাঙ্কি? শোলাঙ্কি TV9 বাংলাকে বলেছেন, “শোলাঙ্কি-অঙ্কিতার সংসার এখনও অটুট। রুমমেট কোথাও যায়নি। আমাদের সংসার একই রকম আছে।”

অঙ্কিতা-প্রান্তিকের বিয়ের ছবি।

তা হলে কি বিয়ের পর প্রান্তিকের সঙ্গে একই বাড়িতে থাকছেন না অঙ্কিতা? এই কথার জবাবে শোলাঙ্কি বলেছেন, “এটা বলতে পারেন, আমার আর অঙ্কিতার সংসারে নতুন অতিথি যোগ হয়েছে। আমি খুবই খুশি।”

কীসের ইঙ্গিত দিলেন শোলাঙ্কি? বিয়ের পর শোলাঙ্কি-অঙ্কিতার সংসারে কি তবে প্রান্তিক এসে থাকছেন? তিনিই কি সেই ‘যোগ হওয়া’ অতিথি? ইঙ্গিত তেমনই…

আরও পড়ুন: Ankita-Prantik Marriage: বিয়ে করেছিলেন শীতে, দীর্ঘদিন লুকিয়ে রাখার পর বিয়ের খবর জানালেন অঙ্কিতা-প্রান্তিক

আরও পড়ুন: Tathagata-Debleena: ‘বন্ধুত্বের একটা মানে হোক’, প্রাক্তন স্ত্রী দেবলীনার জন্মদিনে বললেন তথাগত

আরও পড়ুন: Akshay Kumar Controversy: ৯০-এর সময় সিগারেটের বিজ্ঞাপনের মুখ ছিলেন অক্ষয়, তাঁকে ‘ভণ্ড’ বলে কটাক্ষ নেটিজ়েনদের