Shruti Das: কোন কারণে সাত তাড়াতাড়ি বিয়ে করলেন শ্রুতি-স্বর্ণেন্দু?
Shruti Das: শ্রুতির বয়স মোটে ২৭। চলছে মেগাও। এমতাবস্থায় হুট করে বিয়ে কেন?
সকাল থেকেই টেলিপাড়ায় হইচই। কাউকে কিচ্ছু না জানিয়ে, কিচ্ছু বুঝতে না দিয়েই বিয়ে করে নিয়েছে শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার। তাঁদের প্রেমের কথা সকলেই জানতেন, কিন্তু তাই বলে বিয়ে! শ্রুতির বয়স মোটে ২৭। চলছে মেগাও। এমতাবস্থায় হুট করে বিয়ে কেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নেটপাড়ায়। নেপথ্যের কারণ জানতে TV9 BANGLA যোগাযোগ করেছিলে খোদ শ্রুতি দাসের সঙ্গে। আজ অর্থাৎ সোমবার সারাদিন ধরেই বেজায় ব্যস্ত শ্রুতি। বিয়ে করেছেন বলে মেগার কাজে কামাই নেই। হাজির হয়েছেন ‘রাঙা বউ’-এর সেটে। ফোন ধরতেই বললেন, ‘রাঙা বউয়ের সেটে সবাই সেলিব্রেট করল।” সে না হয় হল, কিন্তু কেন এই গোপনীয়তা? কেনই বা হঠাৎ করেই বিয়ে?
শ্রুতির উত্তর, “আমরা দু’জন জীবনে কোনও কিছুই প্ল্যান করে করিনি। এক মাস আগেই সবটা ঠিক, আই সোয়ার অন মাই মম। হঠাৎ করেই একদিন বললাম, ‘বিয়েটা করে নিলে কেমন হয়’? বাড়ির সবাইকে জানালাম, যে বিয়ে করতে চাই, তোমাদের কোনও আপত্তি নেই তো? ওরাও জানিয়ে দেয় যে নেই। ব্যস। এর পরেই ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে গিয়ে আপিল করি। ব্যস, বিয়ে করে নিই।” হ্যাঁ, আইনি বিয়েই শুধুমাত্র করেছেন তাঁরা। সামাজিক বিয়ে হতে হতে এখনও ২০২৫, এমনটাই জানিয়েছেন শ্রুতি। এই বিয়ের কথা টলিউডেরও প্রায় কেউই জানতেন না। তবে সামাজিক বিয়ের সময় যে সবাই থাকবেন, হাজির হবেন, জানালেন তেমনটাই। বিয়েতে ছকভাঙা সাজে সেজেছিলেন শ্রুতি। পরেছিলেন অফ-হোয়াইট শাড়ি। সঙ্গে মানানসই গয়না। তাঁর বিয়ের ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। সকলেই জানিয়েছেন শুভেচ্ছা।
View this post on Instagram