Shehnaaz Gill: চলতি মাসের শেষেই কি শুটিংয়ে ফিরছেন শেহনাজ? সামনে এল নয়া তথ্য

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 22, 2021 | 3:38 PM

দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে একটি পঞ্জাবি ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। সেই ছবির একটি প্রোমোশনাল গাল গত ১৫ সেপ্টেম্বর লন্ডনে শুট হওয়ার কথা ছিল।

Shehnaaz Gill: চলতি মাসের শেষেই কি শুটিংয়ে ফিরছেন শেহনাজ? সামনে এল নয়া তথ্য
সিদ্ধার্থ-শেহনাজ।

Follow Us

২ সেপ্টেম্বরের পর থেকেই কার্যত ওলটপালট হয়ে গিয়েছে শেহনাজের গিলের জীবন। সোশ্যাল মিডিয়ায় তিনি অনুপস্থিত। প্রকাশ্যেও আসছেন না। তাঁর ঘনিষ্ঠ মহল বলছে বিশেষ বন্ধু সিদ্ধার্থের মৃত্যুর পর নিজেকে কার্যত গৃহবন্দী করেছেন শেহনাজ। এদিকে তাঁর হাতে একগুচ্ছ ছবির কাজ, বাকি রয়েছে বেশ কিছু ছবির শুটিং। সিদ্ধার্থের মা চাইছেন শেহনাজ কাজে ফিরুক। শেহনাজ কি তা চাইছেন?

দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে একটি পঞ্জাবি ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। সেই ছবির একটি প্রোমোশনাল গাল গত ১৫ সেপ্টেম্বর লন্ডনে শুট হওয়ার কথা ছিল। কিন্তু শেহনাজ সেটে আসতে পারেননি। তাই সেই পরিকল্পনা ভেস্তে যায়। ছবিটির প্রযোজক দিলজিৎ থিন্ড এক সংবাদমাধ্যমকে এ প্রসঙ্গে বলেন, “আমরা অপেক্ষা করছি কবে শেহনাজ মানসিক ভাবে সামলে উঠতে পারবেন। লন্ডনে এই মাসের মাঝামাঝি ওই গানটি শুট করার শিডিউল করেছিলাম আমরা। কিন্তু তা হয়নি। খুব শীঘ্রই গানটি রিশিডিউল করার কথা ভাবছি আমরা। এই মাসের শেষেই তা করলে ভাল হয়। ইতিমধ্যেই ওর ম্যানেজারের সঙ্গে আমাদের কথা হয়েছে। আশা রাখছি কয়েক দিনের মধ্যেই আমাদের সঙ্গে যোগাযোগ করবে শেহনাজ।”

গত ২ সেপ্টেম্বর ঘুমের মধ্যেই প্রয়াত হন সিদ্ধার্থ শুক্লা। প্রথমে শোনা গিয়েছিল সিদ্ধার্থের খবর শোনা মাত্রই শুট বন্ধ করে হাসপাতালে ছুটে যান শেহনাজ। যদিও পরে বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করে শেহনাজের কোলে মাথা দিয়েই নাকি মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন সিদ্ধার্থ। অভিনেতা ঘনিষ্ঠ বেশ কিছু জন জানান, ১ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ বাড়ি ফেরেন সিদ্ধার্থ। শরীর ভাল লাগছিল না তাঁর। তাঁর মা ও শেহনাজ দুজনেই সে সময় বাড়িতেই ছিলেন। প্রথমে লেবুর জল ও পরে সিদ্ধার্থকে আইসক্রিম খেতে দেন তাঁরা। কিন্তু তা কাজে লাগে না। অস্বস্তি বাড়তে থাকে ক্রমশ। এর পর শেহনাজ ও তাঁর মা তাঁকে আরাম করতে বলেন। কিন্তু ঘুম আসছিল না কিছুতেই। শেহনাজকে পাশে থাকতে বলেন সিড। পিঠে হাত বুলিয়ে দিতে বলেন। শেহনাজ তাই করতে থাকেন। শেহনাজের কোলে মাথা দিয়েই ঘুমিয়ে পড়েন সিদ্ধার্থ, সূত্র বলছে তেমনটাই। ঘুমিয়ে পড়েন শেহনাজও। পর দিন সাতটা নাগাদ ঘুম থেকে উঠে শেহনাজ দেখেন ঠিক একই রকম ভাবে ‘ঘুমিয়ে’ আছেন সিদ্ধার্থ। তিনি ডাকতেই বুঝতে পারেন, সিদ্ধার্থ সাড়া দিচ্ছেন না। ভয় পেয়ে পরিবারের বাকিদের ডাকতে ছুটে যান তিনি। ফোন করা হয় পারিবারি ডাক্তারকেও। তিনি এসেই বুঝতে পারেন সিদ্ধার্থ নেই। নিয়ে যাওয়া হয় কুপার হাসপাতালে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

বিগবস ১৩তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো’য়ে সিদ্ধার্থ ও শেহনাজের গিলের কেমিস্ট্রি ভালবেসেছিল দর্শক। যদিও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এ কথা স্বীকার করেননি তাঁরা। তবুও তাঁদের একসঙ্গে সময় কাটানো, নানা মুহূর্তকে ভালবেসে অনুরাগীরা তাঁদের ভালবেসে নাম দিয়েছিল ‘সিডনাজ’। সিদ্ধার্থের মৃত্যুর পর বেশ কিছু সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, সিডনাজের নাকি বাগদানও হয়েছিল। এ বছরেরই প্ল্যান ছিল বিয়ের। কিন্তু একটা মৃত্যু আচমকাই ওলটপালট করে দিল গোটা সংসারটিকে।

আরও পড়ুন- Sidharth Shukla: আলিয়ার বিপরীতে বলি-ডেবিউ, বচ্চন-ভক্ত সিদ্ধার্থের দীর্ঘ সময় কাটত জিমেই

আরও পড়ুন-‘এবার থেকে কুনজরে বিশ্বাস করব…’, সিদ্ধার্থের অকালমৃত্যু মানতেই পারছেন না ওঁরা!

Next Article