AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Karan-Tejasswi: বিয়ের পিঁড়িতে করণ-তেজস্বী? দুই পরিবারের সাক্ষাতে জল্পনা তুঙ্গে

Bollywood Gossip: সদ্য দুই পরিবারের কথাও হয়েছে বলে বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে। তবে কবে বিয়ে তা নিয়ে এখনও কোনও উত্তর দেননি দুই সেলেবের কেউই।

Karan-Tejasswi: বিয়ের পিঁড়িতে করণ-তেজস্বী? দুই পরিবারের সাক্ষাতে জল্পনা তুঙ্গে
| Edited By: | Updated on: May 04, 2023 | 6:47 PM
Share

একের পর এক বিয়ের সানাই বলিউডে। সদ্য পরিণীতি চোপড়ার বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। এবার সামনে আসতে দেখা গেল করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ্যের বিয়ের খবর। বেশকিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় চর্চায় এই জুটির বিয়ে। তাঁদের বাড়ি কেনা থেকে শুরু করে, পরিবারে কথপোকথন, সবটাই প্রকাশ্যে ছড়ায়ে পড়ছে ভক্তদের মুখে মুখে। তবে কোথাও গিয়ে যেন সোশ্যাল মিডিয়ার এই ভাইরাল হওয়া খবরে নজর দিতে চান না দুই স্টার। তাঁরা প্রকাশ্যেই প্রেমপর্ব চালিয়ে যাচ্ছেন। তবে বিয়ে নিয়ে খুব একটা মন্তব্য করতে চান না  দুই স্টারই। তবে কীসের এত জল্পনা?

সদ্য দুই পরিবারের কথাও হয়েছে বলে বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে। তবে কবে বিয়ে তা নিয়ে এখনও কোনও উত্তর দেননি দুই সেলেবের কেউই। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে করণ উত্তর দেন দেখছি কী করা যায়। শেহনাজ গিল্ড ও সিদ্ধাথ শুক্লা ছিল তেমনি এক সম্পর্কের নিদর্শন। তেজস্বী প্রকাশ ও করণ কুন্দ্রাও সেই তালিকায় নাম লেখান। যদিও করণের আগে সম্পর্ক ভাঙার ফলে অনেকেই আস্থা হারিয়েছিলেন অভিনেতার উপর। প্রকাশ্যে একাধিক অভিযোগ এনেছিলেন আনুষা দান্দেকার। তবে সে সব আজ অতীত। ‌ তেজস্বী সঙ্গে এক প্রকার এখন চুটিয়ে প্রেম করছেন কারণ।

এই খবর সামনে আসাতেই জুটিকে নিয়ে উঠেছিল প্রশ্ন, তবে কি চলতি বছরেই বাজতে চলেছে বিয়ের সানাই। অতীতে একাধিকবার সাক্ষাৎকারে অভিনেতাকে বলতে শোনা যায় তিনি বিয়ের জন্য রাজি। যদিও বরাবরই তেজস্বীকে এই বিষয়ে খুব একটা স্পষ্ট উত্তর দিতে দেখা যায় না। একবার তেজস্বীর কথা শুনে রীতিমত চমকে গিয়েছিলেন করণ। জানিয়েছিলেন তিনি বিয়ে বিষয়টাতেই তেমনভাবে বিশ্বাসী নন, ফলে বিয়ে নিয়ে ভাবতে চান না। তবে সম্পর্কে তিনি আস্থা রাখেন। ফলে এই জুটি এভাবেই থাকবে নাকি শীঘ্রই চার হাত এক হতে চলেছে তার কোন স্পষ্ট উত্তর মেলেনি এখনও।