Year Ender 2021: সিদ্ধার্থের অকালপ্রয়াণ থেকে অঙ্কিতার বিয়ে, ২০২১ জুড়ে বলিউডে টেলিপাড়ায় আর কী কী ঘটল?
বলিউডের টেলিপাড়ায় এই এক বছরে কারও ঘর ভাঙল, কেউ করলেন বিয়ে আবার কেউ বা ভক্তদের কাঁদিয়ে অকালেই চলে গেলেন। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই সব ঘটনারাজি…
দিন যায় দিন আসে, বছর ঘুরে আবারও এক নতুন বছর উঁকি দেয় কালের নিয়মে। ঘটনারা ভিড় করে গোটা বছর জুড়ে। বিনোদন জগতে এমনই এক উল্লেখযোগ্য বছর হয়ে রইল ২০২১। বলিউডের টেলিপাড়ায় এই এক বছরে কারও ঘর ভাঙল, কেউ করলেন বিয়ে আবার কেউ বা ভক্তদের কাঁদিয়ে অকালেই চলে গেলেন। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই সব ঘটনারাজি…..
তারাদের দেশে
২০২১-এ প্রয়াত হয়েছেন বলিউডের টেলিপাড়ার বেশ কিছু সেলিব্রিটি। মাত্র ৪০ বছর বয়সে ২ সেপ্টেম্বর প্রয়াত হন সিদ্ধার্থ শুক্লা। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। গত ১৬ জুলাই আমরা হারাই কিংবদন্তী অভিনেত্রী সুরেখা শিখরিকে। ‘বালিকা বধু’ থেকে ‘বাধাই হো’– সবেতেই নিজের ছাপ রেখে গেলেন তিনি। অক্টোবরের তিন তারিখ ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হন ঘনশ্যাম নায়েক ওরফে নাট্টু কাকা। এ বছর আমরা হারিয়েছি আর এক অভিনেতা অনুপম শ্যামকেও। রামানন্দ সাগরের রামায়ণের ‘রাবণ’ ওরফে অরবিন্দ ত্রিবেদীও প্রয়াত হন এই বছরেই। এই বছরেই মাত্র ৫২ বছর বয়সে কোভিড সংক্রান্ত জটিলতার কারণে প্রয়াত হন বিক্রমজিৎ কানওয়ারপল।
প্রেমেরও জোয়ারে…
শুধুই কি মৃত্যু আর মন খারাপ? মোটেও না। এ বছর বিয়ে সেরে ফেলেছেন হিন্দি ধারাবাহিকের এক ঝাঁক চেনা মুখ। এই যেমন ১৬ জুলাই বিয়ে সারেন রাহুল বৈদ্য ও দিশা পারমার। নভেম্বরের ৩০ তারিখ বিয়ে করেছেন ‘গুম হ্যায় কিসিকে প্যায়ার মেন’ ধারাবাহিকের অভিনেতা নীল ভাট ও ঐশ্বর্য শর্মা। তালিকায় আরও নাম রয়েছে কুণ্ডলী ভাগ্য অভিনেতা শ্রদ্ধা আরিয়াও বিয়ে সেরেছেন এই বছরেই। অন্যদিকে বঙ্গতনয়া সায়ন্তনী ঘোষও ভরা শীতেই কলকাতায় সেরে ফেলেছেন বিয়ে। পাত্র তাঁর দীর্ঘদিনের প্রেমিক অনুরাগ তিওয়ারি। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই তালিকায় এক নম্বরে যিনি রয়েছেন তিনি অঙ্কিতা লোখন্ডে। বছরের অন্যতম হাইপড বিয়ে। মুম্বইয়ের পাঁচতারায় বয়ফ্রেন্ড ভিকি জৈনের গলায় মালা দিয়েছেন অঙ্কিতা। সে এক এলাহি আয়োজন। বিয়েতে হাজির ছিলেন কঙ্গনা রানাওয়াতও।
এভাবেও ফিরে আসা যায়
বিরতি নিয়েছিলেন তাঁরা। কারও আবার মিলছিল না কাজ। কিন্তু ২০২১ টেলিপাড়ার এই অভিনেতাদের কাছে ধরা দিল একেবারে অন্যভাবে। এই বছরেই কামব্যাক করলেন তাঁরা। ইয়ে রিশতা ক্যায়া কহলেতা হ্যায় ধারাবাহিকের সঙ্গেই কামব্যাক করলেন অভিনেতা হর্ষদ চোপড়া। প্রায় তিন বছর তাঁর ফিরে আসা। কামব্যাক করলেন অভিনেতা নকুল মেহতা। ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’-এর সেকেন্ড সিজনে দর্শক খুঁজে পেলেন তাঁকে। প্রায় এক বছর পর টিভিতে ফিরলেন রুবিনা দিলায়েকও। বিয়ের পর আবারও কাজে ফিরলেন অভিনেত্রী দিশা পারমারও। নকুল মেহতার বিপরীতে দেখা গেল তাঁকে। অন্যদিকে ২০১৯_এর পর আবারও ছোট পর্দায় ফিরে এলেন অভিনেতা ভিভিয়ান ডিসেনা। পাশাপাশি মন কি আওয়াজ প্রতিজ্ঞার দ্বিতীয় সিজনে ফিরতে দেখা গেল পূজা গৌরকেও।
নতুন বাবা-মা, নতুন দায়িত্ব
টেলিপাড়ার জুটিদের কেউ কেউ এ বছর নতুন দায়িত্ব পেয়েছেন। দায়িত্বের সঙ্গে সঙ্গেই যোগ হয়েছে নিদ্রাহীন রাত, ন্যাপি পরিষ্কার আরও কত কিছু। ২০২১-এই প্রথম বার বাবা-মা হয়েছেন তাঁরা। যেমন নকুল মেহতা ও জানকি পারেখ এই বছরের ফেব্রুয়ারি ঘরে এনেছেন নতুন অতিথি। বাবা-মা হয়েছেন মোহিত মালিক ও অদিতি শিরওয়াইকরও। তালিকায় রয়েছেন জনপ্রিয় জুটি কিশওয়ার মার্চেন্ট ও সুয়েশ রাইও। অগস্ট মাসে জন্ম নিয়েছে তাঁদের ছেলে। এ ছাড়াও এই বছরেই মা হয়েছেন অনিতা হাসানন্দিনীও। একই সঙ্গে শোবিজকেও বিদায় জানিয়েছেন তিনি। বাবা-মা হয়েছেন অভিনেতা রাজীব সেন ও চারু আসোপা। রাজীব সম্পর্কে সুস্মিতা সেনের দিদি। সুস্মিতাও কিন্তু পিসি হয়েছেন এই বছরই।
জানেন কি?
এত সব ঘটনার মধ্যেই এ বছর বেশ কিছু ঘটনা একটানা দখল করে নিয়েছিল পেজথ্রির হেডলাইন। ঘটনা না বলে বোধহয় বিতর্ক বলাই ভাল। কী সেগুলি? জুন মাসের চার তারিখ নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হন অভিনেতা পার্ল পুরী। যদিও পার্লের পাশে সে সময় দাঁড়িয়েছিলেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। প্রাক্তন স্বামী অভিনব কোহালির সঙ্গে শ্বেতা তিওয়ারির ঝামেলাও এ বছরই প্রকাশ্যে আসে, উভয়পক্ষের কাদা ছোঁড়াছুঁড়িতে মিডিয়ারও কন্টেন্টের অভাব হয় না। স্বামী করণ মেহরার বিরুদ্ধে মারধর ও শারীরিক নিগ্রহের অভিযোগ আনেন নিশা রাওয়াল– এই ২০২১-এই। তা নিয়ে জল গড়ায় বহুদূর। থানা পুলিশও হয়।
ভাল মন্দ মিলিয়েই এ বছর কেটেছে টেলিপাড়ার। ২০২২ তাঁদের জন্য কী সাজিয়ে রেখেছে, তার অপেক্ষাতেই সেলেব থেকে সাধারণ।
আরও পড়ুন- Look Back 2021: ২০২১ জুড়ে টেলিপাড়ায় প্রেম ভাঙল কাদের, নতুন মা কারা, কারাই বা মন দিলেন প্রিয়জনকে?