‘ভিতরের রাগটা বের করতে চাইছি,’ থমথমে মুখে কেন বললেন সদ্য বিবাহিত সোহিনী?

Sohini Sarkar: তাঁর চারপাশের মানুষজন ভাল না থাকলে কিছুতেই আনন্দে থাকতে পারেন না অভিনেত্রী সোহিনী সরকার। তিনি বিচলিত হয়ে পড়েন। মন খারাপ হয়ে যায় তাঁর। এমনই কিছু কথা এক পডকাস্ট শোতে এসে ব্যক্ত করেছেন তারকা।

'ভিতরের রাগটা বের করতে চাইছি,' থমথমে মুখে কেন বললেন সদ্য বিবাহিত সোহিনী?
সোহিনী সরকার।
Follow Us:
| Updated on: Aug 01, 2024 | 11:06 AM

সদ্য বিয়ে করেছেন অভিনেত্রী সোহিনী সরকার। প্রেমিক-গায়ক শোভন গঙ্গোপাধ্যায়কে বিয়ে করেছেন তিনি। তার মধ্যেই ভাইরাল হয়েছে সোহিনীর একটি ক্লিপ। সন্দেশ টিভির পডকাস্ট শোতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন সোহিনী। রাগ-দুঃখ-বিরক্তি নিয়ে কিছু কথা বলেছেন অকপট। কী বলেছেন সোহিনী?

অভিনেতারা এমনিতেই স্পর্শকাতর। আর পাঁচজন সাধারণ মানুষের চেয়ে তাঁদের দুঃখ-যন্ত্রণা অনেকটাই বেশি। তাঁরা মান-অভিমানও করেন বেশিমাত্রায়। লেখক তাঁর মনটাকে উজাড় করে দেন লেখায়। কবি কবিতায়। গায়ক গানে। চিত্রশিল্পী ক্যানভাসে। আর অভিনেতারা অভিনয়ে। সোহিনীর সাফ কথা, কেবল আনন্দে থাকলেই অভিনয় করতে ইচ্ছা করে, এমনটা কিন্তু নয়। তিনি বলেছেন, “আমি এমন কিছু কাজ করতে চাই, যেটা আমার ভিতরের রাগকে বের করতে পারে। আমার ভিতরের হিংসেকে বের করতে পারে। আমার বিরক্তিকে কমাতে পারে।”

সোহিনী মনে করেন শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ঢুকে পড়লেই বিরক্তি দূর হয় না। চারপাশে ঘটে যাওয়া অশান্তি ভুলে থাকা যায় না। তাঁর কথায়, “আমার জীবনে একটা ভাল প্রেম আছে মানেই আমি ভাল আছি, এমনটা কিন্তু ঠিক নয়। মানুষ একা বাঁচতে পারেন না। সমাজ তৈরি হয়েছে চারপাশের মানুষকে নিয়ে থাকার জন্য। সেই চারপাশের মানুষগুলোই যদি ভাল না থাকে, আমি কীভাবে ভাল থাকব। তাই সেই খারাপ থাকা থেকে তৈরি হওয়া বিরক্তি বের করার জন্য কাজ করতে চাই।”