AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এক বিশেষ খেলনা প্রেমিকাকে উপহার দেন রাহুল, সেই টয়তে ভরে গিয়েছে ঘর

Rahul-Debadrita: ২০২৩ সালের বিজয়া দশমীর দিন প্রেমের কথা দুনিয়াবাসীকে জানিয়েছিলেন রাহুল। ফলাও করে বলেছিলেন, তিনি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী দেবাদৃতা বসুর সঙ্গে। যদিও সেই প্রেম তাঁদের মধ্যে গড়ে ওঠে এক বছর আগেই। লুকিয়ে মেলামেশার পর প্রেম জাহির করেছে এই জুটি। সেই প্রেম অনেকটা হাইস্কুল রোম্য়ান্সের মতো। অভিনেতা এক বিশেষ উপহার দিয়ে প্রেমিকাকে প্যাম্পার করেন খুবই।

এক বিশেষ খেলনা প্রেমিকাকে উপহার দেন রাহুল, সেই টয়তে ভরে গিয়েছে ঘর
রাহুল দেব বসু।
| Updated on: Feb 24, 2024 | 11:57 AM
Share

সম্প্রতি পালিত হল ভ্যালেন্টাইন্স ডে। সেইদিন আবার ছিল বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ সরস্বতী পুজো। এমন একটি দিনে প্রেমিকাকে কাছে পেয়েছিলেন অভিনেতা রাহুল দেব বসু। ২০২৩ সালের বিজয়া দশমীর দিন প্রেমের কথা দুনিয়াবাসীকে জানিয়েছিলেন রাহুল। ফলাও করে বলেছিলেন, তিনি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী দেবাদৃতা বসুর সঙ্গে। যদিও সেই প্রেম তাঁদের মধ্যে গড়ে ওঠে এক বছর আগেই। লুকিয়ে মেলামেশার পর প্রেম জাহির করেছে এই জুটি। সেই প্রেম অনেকটা হাইস্কুল রোম্য়ান্সের মতো। অভিনেতা এক বিশেষ উপহার দিয়ে প্রেমিকাকে প্যাম্পার করেন খুবই।

কী সেই উপহার? প্রেম দিবসে তো বটেই, এমনি সময়ও দেবাদৃতাকে টেডি বিয়ার উপহার দেন রাহুল। অভিনেত্রীর নাকি দুর্বলতা আছে টেডি বিয়ারের প্রতি। সব ধরনের সফ্ট টয় আছে তাঁর কাছে। এই ভ্যালেন্টাইন্স ডে-তেও দেবাদৃতাকে তিনটে টেডি বিয়ার উপহার দিয়েছেন রাহুল। এক সাক্ষাৎকারে অভিনেত্রী আদুরে গলায় বলেছেন, “জানেন তো, আমার বাড়িতে এখন কেবলই টেডি বিয়ার। যবে থেকে রাহুল জানতে পেরেছে আমি টেডি বিয়ার ভালবাসি, আমাকে টেডি বিয়ারেই ভরিয়ে দিয়েছে। ভাবুন।”

‘আলোর ঠিকানা’ সিরিয়ালের সেটে আলাপ হয় রাহুল-দেবাদৃতার। তখনই কাছাকাছি আসেন তাঁরা। ‘আলোর ঠিকানা’তেই ‘মনের ঠিকানা’ পেয়ে গিয়েছেন তাঁরা। সেই সময় TV9 বাংলাকে রাহুল বলেছিলেন, “প্রায় ৮-৯ মাস এই প্রেমকে আমরা লালন করেছি নিজেদের মধ্যে। ভেসে গিয়েছি বলতে পারেন। আমরা একে- অপরকে খুঁজে পেয়েছি। তাই বিজয় দশমীর দিন হঠাৎই দু’জনে ঠিক করলাম, আর লুকিয়ে রাখব না। সব্বাইকে জানিয়ে দেব। আমরা বলতে চাইছি, উই আর ইন লাভ।”