‘বেঁচে থাকার লড়াইটা…’, হঠাৎ কেন বললেন ক্যানসারজয়ী অভিনেতা ভরত কল?
Bharat Kaul on Cancer: ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বাংলা সিনেমা এবং সিরিয়াল জগতের অবাঙালি কাশ্মীরি (কাশ্মীরি পণ্ডিত) অভিনেতা ভরত কল। নিয়মিত চিকিৎসা এবং মনের জোর বাড়িয়ে সেই যুদ্ধে জয়ী হয়েছেন ভরত। তবে তাঁর সাম্প্রতিকতম ফেসবুক পোস্টে ভরত বেঁচে থাকার লড়াইয়ের কথা ব্যক্ত করেছেন। হঠাৎ অভিনেতার লেখনীতে এমন আঁকুতি কেন? তিনি সুস্থ আছেন তো?
ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বাংলা সিনেমা এবং সিরিয়াল জগতের অবাঙালি কাশ্মীরি (কাশ্মীরি পণ্ডিত) অভিনেতা ভরত কল। নিয়মিত চিকিৎসা এবং মনের জোর বাড়িয়ে সেই যুদ্ধে জয়ী হয়েছেন ভরত। এবং তাঁর সেই লড়াইয়ে শক্তির স্তম্ভ হয়ে উঠেছিলেন স্ত্রী জয়শ্রী মুখোপাধ্য়ায়। এই জয়শ্রীর কারণেই ক্যানসারের মতো মারণ ব্যাধীকে জয় করতে পেরেছিলেন ভরত। তা নানা জায়গায় স্বীকার করে নিয়েছেন অভিনেতা। তাঁর সাম্প্রতিকতম ফেসবুক পোস্টে ভরত বেঁচে থাকার লড়াইয়ের কথা ব্যক্ত করেছেন। হঠাৎ অভিনেতার লেখনীতে এমন আঁকুতি কেন? তিনি সুস্থ আছেন তো?
মাস খানেক আগে চণ্ডীগড়ে চিকিৎসা করাতে গিয়েছিলেন ভরত। ভয়াবহ ক্যানসার ফের ফিরে এসেছিল নাকি? না, ঈশ্বরের কৃপায় তা আসেননি। কিন্তু অভিনেতার বুকে স্টেন্ট বসেছিল। তিনি সেই স্টেন্ট নিয়েই হিল্লিদিল্লি করে বেড়িয়েছিলেন অভিনেতা। এবার তিনি তাঁর ‘শক্তির স্তম্ভ’ স্ত্রী জয়শ্রীকে নিয়ে লম্বা ফেসবুক পোস্টও দিয়েছেন।
ঘটনাচক্রে ৯ জানুয়ারি জয়শ্রীর জন্মদিন। স্ত্রীর জীবনের বিশেষ দিনে তাঁর প্রতি আদর মাখানো কৃতজ্ঞতা স্বীকার করে নিয়েছেন ভরত। এবং বেশ কিছু ছবি এবং রিল শেয়ার করে লিখেছেন, “শুভ জন্মদিন জয়শ্রী। সব সময় ভাল থেকো। তুমিই আমার শক্তির স্তম্ভ। তোমাকে জীবনে পাওয়া ঈশ্বরের আশীর্বাদ। অনেক ভালবাসা নিও। আর কোনওদিনও পাল্টে যেও না। আজ এবং আগামী দিনেও আমরা বেঁচে থাকার লড়াই চালিয়ে যাব এভাবেই। আমার জীবনের অংশ হওয়ার জন্য তোমাকে অনেক-অনেক ধন্যবাদ।”
জয়শ্রীই ভরতের জীবনের প্রথম নারী নন। এর আগে অভিনেত্রী অনুশ্রীকে বিয়ে করেছিলেন ভরত। কিন্তু সেই সম্পর্কে তিক্ততা নেই বলেই জনশ্রুতি। কেবল তাই নয়, অনুশ্রী এবং জয়শ্রী লীনা গঙ্গোপাধ্য়ায়ের ধারাবাহিকগুলিতে একসঙ্গে অভিনয় করেন বাড়ির মেজো কিংবা বড় বউয়ের চরিত্রে। অনুশ্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর বয়সে অনেকটাই ছোট জয়শ্রীকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন ভরত। এবং তাঁরা দু’জনেই খুব সুখী।
২০১৫ সালের জুলাই মাসে বাগদান পর্ব মিটেছিল ভরত-জয়শ্রীর। সেই বছরের ১৬ সেপ্টেম্বর আইনি বিয়ে করেছিলেন তাঁরা। বৃহৎভাবে সামাজিক বিয়ে হয় সেই একই মাসের ২৬ সেপ্টেম্বর। তাঁদের ফুটফুটে কন্যা সন্তান আইরা এখন পরিবারের মধ্যমণি। তাঁকে ঘিরেই ভরত-জয়শ্রীর সবটা। বেঁচে থাকার লড়াইয়ে সে-ই আসল অক্সিজেন…