Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আলিয়ার কড়া প্রতিক্রিয়া, ‘ভারতের প্রেসিডেন্ট কে’ জানতে চাওয়ায় যা হল…

Alia Bhatt: করণ জোহরেরই 'কফি উইথ কফি' বিতর্কিত টক শোতে এসে আলিয়া ভাট ভারতের রাষ্ট্রপতির ভুল নাম বলেছিলেন। সেই ঘটনার পর বিপুলভাবে ট্রোল্ড হয়েছিলেন তিনি। একবার এক সাংবাদিক সম্মেলনে এসে মেজাজটাই হারিয়ে ফেলেন আলিয়া। মাশুল দিতে হয় ভীষণ!

আলিয়ার কড়া প্রতিক্রিয়া, 'ভারতের প্রেসিডেন্ট কে' জানতে চাওয়ায় যা হল...
আলিয়া ভাট।
Follow Us:
| Updated on: May 18, 2024 | 4:58 PM

প্রচণ্ড রেগে গিয়েছিলেন আলিয়া ভাট। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, দেশের রাষ্ট্রপতি কে? প্রেস কনফারেন্স থেকে রেগেমেগে চলেই যাচ্ছিলেন আলিয়া। প্রশ্নটি শোনার পরই ঘুরে ফিরে আসেন। তারপর প্রশ্নকর্তাকে সপাটে ছুড়ে দেন পাল্টা প্রশ্নবাণ। জিজ্ঞেস করেন, “আপনি বলুন তো সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট কে? চায়নার প্রেসিডেন্ট কে? যদি নিজে না জানেন। অন্যকে জিজ্ঞেস করবেন না।”

আসলে আলিয়াকে এই প্রশ্ন করার পিছনে অনেক কারণ রয়েছে। আলিয়া ভাট। বলিউড ফিল্ম জগতের এক উজ্জ্বল নক্ষত্র। বাবা পরিচালক মহেশ ভাট এবং মা অভিনেত্রী সোনি রাজ়দান। আলিয়া চিরকালই বড় হয়েছেন ফিল্মি পরিমণ্ডলে। ছোট থেকেই চেয়েছিলেন সিনেমায় অভিনয় করবেন। নিজেকে সেই ভাবেই প্রস্তুত করেছেন শিশু বয়স থেকে। ২০১১ সালে করণ জোহার পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে আলিয়া ভাটকে লঞ্চ করা হয়েছিল। তারপর করণ জোহরেরই ‘কফি উইথ কফি’ বিতর্কিত টক শোতে এসে আলিয়া ভাট ভারতের রাষ্ট্রপতির ভুল নাম বলেছিলেন। সেই ঘটনার পর বিপুলভাবে ট্রোল্ড হয়েছিলেন তিনি।

এতটাই ট্রোল্ড হয়েছিলেন যে, আলিয়াকে মজার ভিডিয়ো তৈরি করে বিষয়টিকে হালকা করতে হয়েছিল। সেই ভিডিয়োতে দেখা যায়, নিজের মস্তিষ্ককে ক্ষুরধার তৈরি করার জন্য নানারকম এক্সারসাইজ় করছেন তিনি। ভিডিয়ো প্রকাশ্যে আসার পর লাখ-লাখ ভিউজ় হয়। তাঁর আগেই আলিয়াকে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের অপ্রীতিকর প্রশ্নের সম্মুখীন হতে হয়। সাংবাদিকরাও মস্করা করার জন্য আলিয়াকে জিজ্ঞেস করেছিলেন, “ভারতের প্রেসিডেন্ট কে?” মুহূর্তে তেলে-বেগুনে জ্বলে উঠেন আলিয়া ভাট।