AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ঐশ্বর্যকে দেখলেই আমার স্বামী অমিতাভ…’, বচ্চন পরিবারের কোন ‘সত্যি’ সামনে আনেন জয়া?

Jaya-Aishwarya-Amitabh-Abhishek: জয়া জানিয়েছিলেন, ঐশ্বর্য নাকি বড়দের সম্মান করতে পারেন না। তবে বিষয়টা নিয়ে তাঁর এবং ঐশ্বর্যর মধ্যে কোনওদিনও কোনও সমস্যা হয়নি। ঐশ্বর্যকে সরল স্বাভাবিক মানুষ বলেও পরিচয় করিয়ে দিয়েছিলেন জয়া। বলেছিলেন, এত বড় তারকা হওয়া সত্ত্বেও রাই সুন্দরীরা মধ্যে কোনও অহংকার নেই।

'ঐশ্বর্যকে দেখলেই আমার স্বামী অমিতাভ...', বচ্চন পরিবারের কোন 'সত্যি' সামনে আনেন জয়া?
জয়া বচ্চন (বাঁ দিকে), ঐশ্বর্য রাই বচ্চন.
| Updated on: Feb 05, 2024 | 11:19 AM
Share

ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে তো বটেই, সংবাদমাধ্যমের সঙ্গেও চুন থেকে পান খসলেই দুর্ব্যবহার করতে থাকেন বর্ষিয়ান অভিনেত্রী জয়া বচ্চন। সম্প্রতি তাঁর বচ্চন পরিবার নিয়ে আলোচনা চলছে ভীষণরকম। আলোচনার কেন্দ্রে বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন। তিনি নাকি বচ্চন পরিবার ত্যাগ করে মা বৃন্দা রাইয়ের সঙ্গে থাকছেন তাঁর বাপেরবাড়িতে। মেয়ে আরাধ্যাও নাকি মায়ের সঙ্গে থাকছেন নানিবাড়িতেই। বচ্চন পরিবারের সঙ্গে তাঁর বিবাদের নানা জল্পনার কথা সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে উঠছে। জল্পনা চলছে, তাঁর সঙ্গে নাকি বিয়ে ভাঙছে অভিষেক বচ্চনের। এমন অবস্থায় পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট মাধ্যমের পাতায়।

বহু বছর আগে অভিনেত্রী সিমি গারেওয়ালের চ্যাট শোতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন জয়া। সেই সময় ঐশ্বর্য তাঁদের পরিবারে সদ্য বিয়ে হয়ে এসেছেন। পুত্রবধূ সম্পর্কে মন্তব্য করেছিলেন জয়া। অধিকাংশই ভাল কথা বলেছিলেন। জয়া বলেছিলেন, “ঐশ্বর্য আমার খুবই প্রিয় মানুষ। শুরু থেকেই ওকে আমার খুব পছন্দ ছিল। ও যেন আমার মেয়ের মতো। আমার ছেলে অভিষেক যে ওকে বিয়ে করেছে, তাতে আমি খুবই খুশি। সবচেয়ে বেশি খুশি আমার স্বামী অমিতাভ। ঐশ্বর্য কে দেখলে ওর চোখ চিকচিক করে ওঠে। আমার মেয়ে শ্বেতার বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাওয়ার পর সেই শূন্যস্থান পূরণ করেছে ঐশ্বর্য।” এমন কথাও বলতে শোনা গিয়েছিল জয়াকে।

এই জয়াই পরিবর্তেকালে জানিয়েছিলেন, ঐশ্বর্য বড়দের সম্মান করতে পারেন না। তবে বিষয়টা নিয়ে তাঁর এবং ঐশ্বর্যর মধ্যে কোনওদিনও কোনও সমস্যা হয়নি। ঐশ্বর্যকে সরল স্বাভাবিক মানুষ বলেও পরিচয় করিয়ে দিয়েছিলেন জয়া। বলেছিলেন, এত বড় তারকা হওয়া সত্ত্বেও রাই সুন্দরীরা মধ্যে কোনও অহংকার নেই।

এই শাশুড়িমায়ের সঙ্গে নাকি বিবাদ তৈরি হয়েছে ঐশ্বর্যর। প্যারিসের বিখ্যাত ফ্যাশন শোতে শাশুড়ি বউমাকে দূরে-দূরে থাকতে দেখা গিয়েছিল। গতবছর ঐশ্বর্য তাঁর শ্বশুরমশাইয়ের জন্মদিনে গ্রুপ ফটো থেকে শাশুড়ি জয়ার ছবি ক্রপ করে তা পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ঐশ্বর্যর ৫০তম জন্মদিন পালিত হয়নি বচ্চন পরিবারে। এই সমস্ত নানাবিধ ঘটনা আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে বিগত কয়েক মাসে। তবে সত্যি যে কী, তা এখনও পর্যন্ত খোলসা হয়নি।