‘সামনে দেখলেই পথকুকুরদের পিটিয়ে মারুন’, নির্দেশ দিতেই বিপাকে টিনু আনন্দ, আচমকা কী ঘটল?
হঠাৎ করেই বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী পড়লেন মহাবিপাকে। পথকুকুরদের নিয়ে মন্তব্য করেই বেকায়দায় ফেঁসেছেন টিনু আনন্দ। তাঁর এক মন্তব্যের জেরে, অভিনেতার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগও।

সিনেমার পর্দা থেকে বহুদিন ধরেই প্রায় গায়েব টিনু আনন্দ। ফিল্মি পার্টিতেও খুব একটা দেখা যায় না তাঁকে। কিন্তু হঠাৎ করেই বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী পড়লেন মহাবিপাকে। পথকুকুরদের নিয়ে মন্তব্য করেই বেকায়দায় ফেঁসেছেন টিনু আনন্দ। তাঁর এক মন্তব্যের জেরে, অভিনেতার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগও।
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি টিনু আনন্দের এক মন্তব্য ছড়িয়ে পড়েছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে টিনু জানিয়েছেন, রাস্তায় কুকুর দেখলেই হকি স্টিক দিয়ে বেধড়ক মারুন। আর যদি কোনও পশুপ্রেমী আপনাকে আটকাতে আসে, তাহলে তাঁদেরকে বলুন, কুকুরগুলোকে তাঁদের বাড়িতে নিয়ে যেতে। টিনুর এই বার্তার প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের করেন আঁচল চাড্ডা নামের এক মহিলা।
তা হঠাৎ পথকুকুরদের উপর কেন রাগলেন অভিনেতা?
অভিনেতার কথায়, শুটিংয়ের থেকে ফেরার সময় দেখি কুকুরগুলো চিৎকার করছে, কখন কাকে কামড়ে দেয় ঠিক নেই। তাই নিজেকে বাঁচাতে স্টিক হাতে সমাজকর্মী সুধীর কুড়ালকার টিনুকে ক্ষমা চাইতে বলেছেন। তাঁর কথায়, কোনও তারকাই আইনের উর্ধ্বে নয়।
View this post on Instagram
