AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghorer Bioscope: ‘যে কোনও পুরস্কারই ভাল কাজ করার অনুপ্রেরণা জোগায়’, ‘ঘরের বায়োস্কোপ’ অ্যাওয়ার্ড মঞ্চে অকপট শ্বাশত

Saswata Chatterjee: অভিনেতার মতে, "যারা নতুন আসে তাদের যত বেশি করে পুরস্কার দেওয়া যাবে, তত ভাল। যে কোনও পুরস্কারই ভাল কাজ করার অনুপ্রেরণা জোগায়।" তবে নবাগতদের পুরস্কার দেওয়ার পক্ষেই জোর দেন তিনি।

Ghorer Bioscope: 'যে কোনও পুরস্কারই ভাল কাজ করার অনুপ্রেরণা জোগায়', 'ঘরের বায়োস্কোপ' অ্যাওয়ার্ড মঞ্চে অকপট শ্বাশত
ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড মঞ্চে অভিনেতা শ্বাশত চট্টোপাধ্যায়।
| Edited By: | Updated on: Jun 27, 2023 | 10:29 AM
Share

কলকাতা: নবাগতদের কাজ করার অন্যতম অনুপ্রেরণা হল, পুরস্কার প্রদান। এমনটাই মনে করেন বিশিষ্ট অভিনেতা শ্বাশত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। তাই টিভি৯ বাংলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৩’ (Ghorer Bioscope Award 2023) অনুষ্ঠানে এসে অকপটে একথাই জানালেন তিনি। অভিনেতার মতে, “যারা নতুন আসে তাদের যত বেশি করে পুরস্কার দেওয়া যাবে, তত ভাল। যে কোনও পুরস্কারই ভাল কাজ করার অনুপ্রেরণা জোগায়।” তবে নবাগতদের পুরস্কার দেওয়ার পক্ষেই জোর দেন তিনি।

টলিউডে সাড়া ফেলে দিয়েছে টিভি৯ বাংলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘ঘরের বায়োস্কোপ’। ছোট পর্দার সেরা তারকা থেকে পরিচালক, গায়ক, গায়িকা সহ কলাকুশলীদের পুরস্কৃত করে টিভি৯ বাংলার ঘরের বায়োস্কোপ। এটা কেবল পুরস্কার বিতরণী অনুষ্ঠান বললে হয়তো ভুল বলা হবে, দীর্ঘদিন অভিনয় করে আসা তারকারা তাঁদের স্মৃতি রোমন্থন গুরুত্বপূর্ণ মতামত বিনিময় করে নবাগতদের এগিয়ে চলার দিশা দেখান। যেমন, নবাগতদের কাজে অনুপ্রেরণা দিতে পুরস্কার বিশেষ ভূমিকা নেয় বলে মনে করেন বিশিষ্ট অভিনেতা শ্বাশত চট্টোপাধ্যায়।

শ্বাশতর মতে, পুরানো অভিনেতাদের কাছে একটা পর্যায়ে পৌঁছে যাওয়ার পর কাজটাই ‘পাখির চোখ’ হয়ে দাঁড়ায়। সমালোচনা কিছুটা প্রভাব ফেললেও প্রশংসায় বিশেষ কিছু আসে-যায় না, পুরস্কার পাওয়া তাঁদের কাছে সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই পুরানো তারকার বদলে কোনও নতুন অভিনেতা বা অভিনেত্রীকে পুরস্কার দেওয়ার ব্যাপারেই জোর সওয়াল করেন বিশিষ্ট অভিনেতা শুভেন্দু-পুত্র। অভিনেতার কথায়, “আমাদের তো অনেক বছর হয়ে গেল। এখন পুরস্কার পাওয়া, না পাওয়া- একই ব্যাপার।”

শ্বাশতর বাবা শুভেন্দু চট্টোপাধ্যায়ও বিশিষ্ট অভিনেতা ছিলেন। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছেন। তাই ছোট বয়স থেকেই অভিনয় সম্পর্কে সম্যক ধারণা রয়েছে শ্বাশত চট্টোপাধ্যায়ের। নিজেও বহু সিনেমা ও সিরিয়ালে অভিনয় করেছেন। ফলে নতুন থেকে পুরানো অভিনেতা-অভিনেত্রীদের কাছে সেরার পুরস্কার কতটা তাৎপর্যপূর্ণ, সে ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল শ্বাশত।