লক্ষ্মীপুজোয় মিমি
লক্ষ্মীপুজো অপরাজিতা আঢ্যর কাছে বরাবরই স্পেশ্যাল। লালপাড় সাদা শাড়িতে মায়ের পুজোয় অভিনেত্রী।
বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম পুজো দেবলীনার। মহানায়কের নাত-বৌমা হিসেবে লক্ষ্মীবরণ দেবলীনার।
বাড়িতেই ছোট ঘরোয়াভাবে কোজগরী পুজো করলেন ঋতাভরী। হলুদ শাড়িতে ট্রেডিশনাল সাজে নায়িকা।
পল্লবী চট্টোপাধ্যায়ের কাছে লক্ষ্মী পুজো ভীষণই স্পেশ্যাল। মা-কে লক্ষ্মী আসনে বসিয়ে পুজো করলেন অভিনেত্রী।
লক্ষ্মী পুজো মানেই নাড়ু, আর খিচুরি। কোজগরী পুজোয় মায়ের আরাধনায় নাড়ু হাতে যশ।