AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভেন্টিলেশনে পরিচালক অরুণ রায়, ‘বাঘা যতীন’ পরিচালকের অবস্থা আরও সঙ্কটজনক

Arun Roy: ৭ দিন হল। হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক অরুণ রায়। সূত্র বলছে ভাল নেই পরিচালক। অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। ফুসফুসে সংক্রমণের কারণে আরজি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সে সময় তাঁরে আইসিইউতে বাইপ্যাপ ব্যবস্থার সাহায্যে রাখা হয়েছিল।

ভেন্টিলেশনে পরিচালক অরুণ  রায়, 'বাঘা যতীন' পরিচালকের অবস্থা আরও সঙ্কটজনক
| Edited By: | Updated on: Jan 01, 2025 | 8:18 PM
Share

৭ দিন হল। হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক অরুণ রায়। সূত্র বলছে ভাল নেই পরিচালক। অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। ফুসফুসে সংক্রমণের কারণে আরজি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সে সময় তাঁরে আইসিইউতে বাইপ্যাপ ব্যবস্থার সাহায্যে রাখা হয়েছিল। সেপ্টেম্বরে দ্বিতীয় কেমো নেওয়ার পর টিভিনাইন বাংলাকে পরিচালক জানিয়েছিলেন, একেবারেই নিজেকে অসুস্থ মনে হচ্ছে না তাঁর। এমনকি কেমো নেওয়ার পরও অসুবিধে হয়নি। কিন্তু গত কয়েক দিনে অবস্থার আরও অবনতি হয়েছে। এই মুহূর্তে কোমায় রয়েছেন পরিচালক। ভেন্টিলেশনে জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছে তাঁকে। এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি।

পরিচালকের অসুস্থতার খবর ছড়াতেই তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন দেব। অভিনেতা জীতু কমল, অভিনেত্রী সৃজা দত্তও গিয়েছিলেন হাসপাতালে পরিচালককে দেখতে। উল্লেখ্য, কেমো যখন চলছিল তখন তাঁর শারীরিক অবস্থা ঠিকই ছিল। পরিচালক বলেছিলেন, “কেমো নেওয়ার পর যে সব বমি ভাব হয়। সে সব হয়নি কিছুই। আমি যে অসুস্থ তা কিন্তু মোটেও মনে হচ্ছে না।” এর পরেই খানিক রসিকতা করেই তিনি বলেছিলেন, “আমার কাজ ছবি তৈরি করা। আমি যদি নিজের অসুখ নিয়ে চিন্তা করে যাই তবে চিকিৎসকরা কী করবেন। তাঁরা আছেন চিন্তা করার জন্য। তাই ওটা ওঁদের উপরেই ছেড়ে দিয়েছি।” তখন কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে চিকিৎসা চলছে তাঁর। তা নিয়েই তিনি হাজির হয়েছিলেন তাঁর আগামী ছবি ‘বাঘাযতীন’-এর টিজার লঞ্চে। গত বছর পুজোতেই মুক্তি পায় দেব অভিনীত ছবিটি।”