পোর্ট ব্লেয়ারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে সেরা অভিনেতার পুরস্কার পেলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্য়ায়। গর্বিত স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্য়ায় লিখলেন মনে রাখার মতো খোলা চিঠি। প্রাণপ্রিয় ‘অভি’র কৃতিত্বের কথা উল্লেখ করতে-করতে সংযুক্তা ফের লিখলেন তাঁর স্বামীর সঙ্গে অদ্ভুত টেলিপ্যাথির কথা। সেই সঙ্গে জানালেন ‘পঞ্চভূজ’ ছবিতে অবাক করা সংলাপ রয়েছেন অভিষেকের। পুরস্কারের ছবি শেয়ার করে সংযুক্তা কী লিখেছেন দেখুন:
সংযুক্তার জবানিতে
“এই মাত্র বাড়ি নিয়ে এলাম অভিষেকের অ্যাওয়ার্ড। শেষ অভিনীত ছবি ‘পঞ্চভূজ’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে অভিষেক। পোর্ট ব্লেয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওকে এই সম্মান দেওয়া হয়েছে। ছবির পরিচালক রানা বন্দ্যোপাধ্যায়। প্রযোজক সৌমেন চট্টোপাধ্যায়। …আমি সকলকেই একটা কথা বলছিলাম, প্রতি মুহূর্তে অভিষেকের উপস্থিতি টের পাচ্ছি।”
তারপর সংযুক্তা যা লিখেছেন, তার কিছুটা আগেও শেয়ার করেছেন TV9 বাংলার সঙ্গে। লিখেছেন, অভিষেকের মোবাইল ফোন ঘাঁটছিলেন তিনি। একটি ফোন নম্বর খুঁজছিলেন। অদ্ভুতভাবে ‘মোহর’ ধারাবাহিকের পরিচালককে ফোন করতে গিয়ে ফোন করে বসেন ‘পঞ্চভূজ’-এর পরিচালক রানা বন্দ্যোপাধ্যায়কে। সংযুক্তা বলেছেন, “আমি জানি না এটা কীভাবে হল। অভিষেকের শেষ অভিনীত ছবি সম্পর্কে আমার কোনও ধারণাই ছিল না। আমার পরিচয় পেয়ে রানা সম্পূর্ণ ঘটনাটি আমাকে জানালেন। আমাকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করতেও আমন্ত্রণ করলেন। দেখলেন তো, অভিষেক কীভাবে ওঁর অদৃশ্য চমৎকারে আমাকে ঘিরে রেখেছে। কীভাবে আমার অজান্তেই আমাকে দিয়ে ফোন করিয়েছে রানা বন্দ্যোপাধ্যায়কে।”
এরপর সংযুক্তা যা শেয়ার করেছেন, তা জানলে সত্যিই অবাক হবেন। তিনি লিখেছেন, “ছবির সংলাপগুলো খুব আশ্চর্যের। গায়ে কাঁটা দেবে। সংলাপে মৃত্যুর কথা বলা আছে, আছে আত্মার কথাও। অভিষেক মনে হয় সবটাই জানত আগে থেকে।”
আরও পড়ুন: Abhishek Chatterjee Demise: স্কুলে যাওয়ার আগে বাবার ছবিকে আদর করল মৃত অভিষেকের কন্যা