AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abir Chatterjee: ‘উদ্ধত শোনালে আমি অপারগ’, ‘ব্যক্তিগত’ ছবি দিয়ে চাঁচাছোলা জবাব আবিরের

Abir Chatterjee: আবির চট্টোপাধ্যায়-- ইন্ডাস্ট্রিতে তাঁকে নিয়ে গসিপ খুব একটা শোনা যায় না বললেই চলে। স্ত্রী-সন্তান নিয়ে দীর্ঘ বিবাহিত জীবনে খুশিই তিনি, টলিউডের অন্দরের ফিসফাস দাবি করে এমনটাই। সামাজিক মাধ্যমে আছেন ঠিকই তবে তাতে পরিবার ও নিজের ছবি কম। ফিল্মি পার্টিতেও কম দেখা যায়। রিলস, শর্ট ভিডিয়োতেও অভিনেতার আগ্রহ নেই বিশেষ। সে জন্য 'ব্যাকডেটেড' তকমাও জোটে মাঝেমাঝে। এ হেন আবির চট্টোপাধ্যায়ের এক পোস্ট নিয়ে চলছে আলোচনা।

Abir Chatterjee: 'উদ্ধত শোনালে আমি অপারগ', 'ব্যক্তিগত' ছবি দিয়ে চাঁচাছোলা জবাব আবিরের
আবির চট্টোপাধ্যায়।
| Edited By: | Updated on: Oct 06, 2023 | 7:58 PM
Share

আবির চট্টোপাধ্যায়– ইন্ডাস্ট্রিতে তাঁকে নিয়ে গসিপ খুব একটা শোনা যায় না বললেই চলে। স্ত্রী-সন্তান নিয়ে দীর্ঘ বিবাহিত জীবনে খুশিই তিনি, টলিউডের অন্দরের ফিসফাস দাবি করে এমনটাই। সামাজিক মাধ্যমে আছেন ঠিকই তবে তাতে পরিবার ও নিজের ছবি কম। ফিল্মি পার্টিতেও কম দেখা যায়। রিলস, শর্ট ভিডিয়োতেও অভিনেতার আগ্রহ নেই বিশেষ। সে জন্য ‘ব্যাকডেটেড’ তকমাও জোটে মাঝেমাঝে। এ হেন আবির চট্টোপাধ্যায়ের এক পোস্ট নিয়ে চলছে আলোচনা।

নিজের একটি ছবি পোস্ট করে অভিনেতা উগরে দিয়েছেন ক্ষোভ। ক্ষোভ না বলে বোধহয় অভিমান বলাই ভাল। এই পোস্টের কারণে তাঁকে যদি উদ্ধত শোনায় তবে তাঁর যে কিছুই করার নেই, তাও আগেভাগেই বলে রেখেছেন অভিনেতা। আবীর লিখছেন, “গত কয়েক মাস যাবৎ লক্ষ করছিলাম, আজ বলছি, উদ্ধত শোনালে আমি অপারগ। যেহেতু আপনারা কাজের পোস্টে খুব একটা আগ্রহী নন তাই আজ ব্যক্তিগত ছবিই দিলাম।” আবির জানিয়ে দিয়েছেন ওই ছবিটি তাঁর নিজের হলেও তা কাজের সূত্রেই তুলেছিলেন। যোগ করেছেন, “সামাজিক মাধ্যমে ব্যক্তিগত ছবি শেয়ার করার মনোবৃত্তি আমার নেই। আপনারা আশাহত হলে, মার্জনা করবেন। একটাই অনুরোধ, নিজেদের মধ্যে অযথা ঝগড়া বা কলহ করবেন না।”

কাজ সংক্রান্ত ছবি দিলে তাতে দর্শকের প্রতিক্রিয়া কম, সে কারণেই কি খানিক রেগে গেলেন আবির? উগরে দিলেন ক্ষোভ? সে যাই হোক, আপাতত পুজো মুক্তি নিয়ে বেজায় ব্যস্ত অভিনেতা। শিবপ্রসাদ-নন্দিতা জুটির ‘রক্তবীজ’ আসছে এই পুজোতে। ছবিটিতে মিমি চক্রবর্তীর সঙ্গে দেখা যাবে আবিরকে।