Tolly Inside: মিমির কোমরে হাত দেবেন না! আবির যা করলেন তাতে মুগ্ধ অনুরাগীরা
Tolly Inside: একবিংশ শতকে দাঁড়িয়ে 'হাগ' অর্থাৎ জড়িয়ে ধরা নতুন কোনও বিষয় নয়। তা সে সেলেবই হন অথবা সাধারণ। হতেই পারে তাঁরা বিপরীত লিঙ্গের, তা নিয়ে এখন ছুঁৎমার্গ নেই বললেই চলে। তবে এই 'অতি সাধারণ' বিষয়ের মাঝেই কোথাও গিয়ে সকলের থেকে খানিক আলাদা আবির চট্টোপাধ্যায়।
একবিংশ শতকে দাঁড়িয়ে ‘হাগ’ অর্থাৎ জড়িয়ে ধরা নতুন কোনও বিষয় নয়। তা সে সেলেবই হন অথবা সাধারণ। হতেই পারে তাঁরা বিপরীত লিঙ্গের, তা নিয়ে এখন ছুঁৎমার্গ নেই বললেই চলে। তবে এই ‘অতি সাধারণ’ বিষয়ের মাঝেই কোথাও গিয়ে সকলের থেকে খানিক আলাদা আবির চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রিতে তাঁকে নিয়ে গসিপ নেই এতটুকুও। এ হেন আবির যা কাণ্ড ঘটালেন সম্প্রতি তা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না ভক্তদের। তাঁদের একটাই কথা,”আপনার মতো ভদ্র মানুষ আর হয় না।”
এই পুজোয় মুক্তি পাবে শিবপ্রসাদ ও নন্দিতার ছবি ‘রক্তবীজ’। ওই ছবিরই ট্রেলার লঞ্চে হাজির ছিলেন মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়। সেখানেই কাপল ফটোসেশনের সময় তাঁকে অনুরোধ জানানো হয় মিমির কোমর ধরে ছবি তোলার জন্য। কিন্তু, না, আবির তা করেননি। মিমির কোমরের কাছে হাত পৌঁছেছিল তাঁর। তবে তা নেহাতই পোজ। এক পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, মিমির কোমরের কাছে হাত নিয়ে গেলেও, তা ধরেননি আবির। বজায় রেখেছেন দূরত্ব। আর এতেই মুগ্ধ তাঁর অনুরাগীরা। কমেন্টে নেটিজেনদের একটা বড় অংশ লিখেছেন একটাই কথা, “আপনি এত ভদ্র মানুষ! আপনাকে দেখলে সত্যিই শ্রদ্ধা আসে।” প্রসঙ্গত, ‘রক্তবীজ’ ছবিতে দুঁদে আইপিএস অফিসার পঙ্কজ সিংহর ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। খাগরাগড় বিস্ফোরণ কাণ্ড নিয়ে এই ছবি। ছবির জন্য কম পরিশ্রম করতে হয়নি আবিরকে। ফিট পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে গিয়ে করতে হয়ে নানা স্টান্ট। তবে সে সব যে বেশ ভালভাবেই করে ফেলেছেন আবির সে প্রমাণ মিলেছে ট্রেলারেই। গোটা ছবিটি মানুষের মনে কতটা জায়গা করে নিতে পারে, এখন সেটাই দেখার।
View this post on Instagram