Adrit Roy: ‘উচ্ছেবাবু’র পরিচিত ছেড়ে ফের বড়পর্দায় আসছেন আদৃত

Adrit Roy: এর আগেও বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন আদৃত। তাঁর কেরিয়ার শুরুই বড় পর্দার হাত ধরে।

Adrit Roy: 'উচ্ছেবাবু'র পরিচিত ছেড়ে ফের বড়পর্দায় আসছেন আদৃত
আদৃত রায়।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 2:16 PM

রাজ চক্রবর্তী প্রযোজনায় বড়পর্দায় প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল বাঙালি অভিনেতা আদৃত রায়ের। তার আগে অবশ্য তিনি থিয়েটারে অভিনয় করেছেন। চিরকালই নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনেতা হিসেবেই দেখতে চেয়েছিলেন আদৃত। বড়পর্দায় অভিনয়ের পর ছোট পর্দায় মুখ্য চরিত্রে সুযোগ ঘটে তাঁর। এবং তিনি ‘উচ্ছেবাবু’র হয়ে কাজ করতে শুরু করেন ‘মিঠাই’ ধারাবাহিকে। নির্দ্বিধায় ‘মিঠাই’ সফল হয়। তাতে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর বিপরীতে অভিনয় করেছিলেন আদৃত। ২০২১ সালে জার্নি শুরু করেছিল এই ধারাবাহিক। শেষ হয় মাঝখানেক আগে।

View this post on Instagram

A post shared by Adrit Roy (@roy_adrit_)

ধারাবাহিক শেষ হওয়ার পর কিছুদিন বিরতিতে ছিলেন আদৃত। এখন ফের বড় পর্দায় অভিনয় করতে চলেছেন তিনি। সিরিয়ালে অভিনয় করতে আসার আগে আরও দুটি বাংলা ছবিতে অভিনয় করেছিলেন আদৃত। সেই ছবি দুটির নাম ‘পাসওয়ার্ড’ এবং ‘পরিণীতা’। এবারও কামব্যাক হিসেবে একটি বাণিজ্যিক ছবিতেই কাজ করবেন অভিনেতা। ছবিটি নাকি পরিচালনা করবেন অভিরূপ ঘোষ।

View this post on Instagram

A post shared by Adrit Roy (@roy_adrit_)

এতদিন যে ধরনের বাংলা ছবিতে কাজ করেছেন আদৃত, এই ছবিটি একেবারেই সেরকম নয়। তবে তাঁর বিপরীতে কাকে অভিনেত্রী হিসেবে পাওয়া যাবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

View this post on Instagram

A post shared by Adrit Roy (@roy_adrit_)