Sreelekha Mitra: বাবাও নেই, মাও নেই, অনাথ আমরা, তাড়াতাড়ি যেন দেখা পাই তোমাদের: শ্রীলেখা মিত্র
Sreelekha Mitra: চলতি বছরের দুর্গা পুজোয় বাড়ি থেকে বের হননি শ্রীলেখা। দুর্গা ঠাকুরের মুখ দেখেননি তিনি। কোনও নতুন পোশাক হয়নি তাঁর। বাড়িতেই একান্তে বাবার স্মৃতি আগলে কাটিয়েছেন। লক্ষ্মী পুজোও তার ব্যতিক্রম নয়।
প্রতিটি দিন বাবার স্মৃতি আঁকড়ে বাঁচছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। প্রতি মুহূর্তে মিস করছেন বাবাকে। কিন্তু উৎসবের মুহূর্ত যেন আরও বেশি করে মনে করিয়ে দিচ্ছে, এখন আর বাবা, মা কেউ বেঁচে নেই। আনন্দের দিনে আরও বেশি করে মনে পড়ছে তাঁদের কথা।
চলতি বছরের দুর্গা পুজোয় বাড়ি থেকে বের হননি শ্রীলেখা। দুর্গা ঠাকুরের মুখ দেখেননি তিনি। কোনও নতুন পোশাক হয়নি তাঁর। বাড়িতেই একান্তে বাবার স্মৃতি আগলে কাটিয়েছেন। লক্ষ্মী পুজোও তার ব্যতিক্রম নয়। কোনও রকম পুজোর আয়োজন করেননি অভিনেত্রী। বরং তাঁর পোশ্যাল পোস্টে স্পষ্ট, এখনও ব্যক্তি জীবনের বিপর্যয়, শোক কাটিয়ে উঠতে পারেননি তিনি।
লক্ষ্মী পুজোর দিন ফেসবুকে শ্রীলেখা লিখেছেন, ‘ছোটোবেলার পুজোর কথা খুব মনে পড়ছে। এখন তো বাবাও নেই, মাও নেই। অনাথ আমরা। তাড়াতাড়ি যেন দেখা পাই তোমাদের। অগোছালো আমি আর আমার লেখা,…’
ফেসবুকে বাবার সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করে শ্রীলেখা ক্যাপশনে তিনি লিখেছেিলেন, ‘আমার প্রিয় পুরুষ, আমার প্রিয় মানুষ… বাবা, যার কাছে তার কন্যাই শ্রেষ্ঠ, আমার খুঁটিনাটি বিষয় তার জানা চাই, মতামত না চাইলেও দেওয়া চাই, আমার ভাল কিছু হলে আমার থেকেও যে মানুষটি বেশি খুশি হয়, সেই বাবা দুম করে মরে গেল… এটা আমি মানতে পারছি না, চাইছিও না। আমার বাবা আমার কী সেটা আমরা দুজনেই শুধু জানি। বাবাগো তোমার সাথে কথা হয়েছিল তুমি আমায় বোঝাবে যে তুমি আমার কাছে আছো, সেটা এমনি এমনি না, আমায় প্রুফ দিয়ে বোঝাবে বলে রাখলাম, না হলে তোমায় ছাড়তে পারছি না, ছাড়বো না, এইভাবে কষ্টে থাকবো তুমি দেখবে, আমায় প্রুফ দাও…।’
মাকে কয়েক বছর আগেই হারিয়েছিলেন শ্রীলেখা। এ বার চলে গেলেন বাবাও। কার্যত একা হয়ে পড়লেন তিনি। মা, বাবার ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমার আইডল আমার মা, বাবা, আমার সব কিছু, আমি হারিয়ে ফেললাম।’ কখনও বা বাবার ফেসবুক পেজের লিঙ্ক শেয়ার করে শ্রীলেখার আকুতি, ‘আমি তোমায় ছেড়ে বাঁচবো কী করে বাবা, আমি তো পারছি না বাবা, আমায় নিয়ে যাও।’
মা চলে যাওয়ার পর বাবাকে আগলে রাখতেন শ্রীলেখা। বাবা তাঁর বন্ধুর মতো হয়ে গিয়েছিলেন। গত ২৮ জুলাই বাবার সঙ্গে শেষ ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন শ্রীলেখা। কোনও পারিবারিক ঘরোয়া অনুষ্ঠানে বাবা এবং মেয়েকে নিয়ে গিয়েছিলেন শ্রীলেখা। সেখানে বাবার এবং তাঁর পোশাকের রং এক ছিল। তাই ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘বাবা, আমি সেম সেম’।
আরও পড়ুন, Annwesha Hazra: লক্ষ্মী পুজোর দিন ঠিক যেন দুর্গা পুজোর পঞ্চমী সেলিব্রেট করলেন অন্বেষা!