Saswata Chatterjee-Shabor: চার বছর পর ফিরছেন শাশ্বত চট্টোপাধ্যায় শবররূপে, নতুন কী চমক থাকছে?

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Apr 25, 2022 | 1:40 AM

Saswata Chatterjee-Shabor: ২০১৫ সালে বইয়ের শবর পর্দায় রূপ পায় পরিচালক অরিন্দম শীলের হাত ধরে। প্রথম ছবিতেই বাজিমাত করেন শাশ্বত চট্টোপাধ্যায় শবর রূপে।

Saswata Chatterjee-Shabor: চার বছর পর ফিরছেন শাশ্বত চট্টোপাধ্যায় শবররূপে, নতুন কী চমক থাকছে?
শাশ্বত চট্টোপাধ্যায় নতুন শবর রূপে

Follow Us

বাংলা সিনেমায় গোয়েন্দা চরিত্রের দাপট বরাবরই। ব্যোমকেশ, ফেলুদা, কিরীটি, গোগোল, মিতিন মাসি- কে নেই তালিকায়। সেই তালিকায় আর একটি নাম ‘শবর’। শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত এই গোয়েন্দা চরিত্রটি চাকুরিরত। কলকাতার লাল বাজার পুলিশের অফিসার। ২০১৫ সালে বইয়ের শবর পর্দায় রূপ পায় পরিচালক অরিন্দম শীলের (Arindam Shil)  হাত ধরে। প্রথম ছবিতেই বাজিমাত করেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) শবর রূপে। এরপর ২০১৬ আর ২০১৮ সালে আরও দুটো সিনেমায় শবরকে পান দর্শক। এরপর কোভিড, লকডাউন- নানা প্রতিকুল অবস্থা দিয়ে গিয়েছে। প্রভাব পড়েছে সিনেমা শিল্পে। তাই অপেক্ষাটা একটু বেশি হয়ে গিয়েছিল। এবার সব কিছুকে পিছনে ফেলে ‘শবর’ আসছে বড় পর্দায়।

শবর পর্দায় ফিরছে। এবারে ছবির নাম ‘তীরন্দাজ শবর’। পরিচালক তো খুশি হবেনই তাঁর জনপ্রিয় গোয়েন্দাকে দর্শকদের কাছে ফিরিয়ে আনতে পেরে। তবে কী বলছেন শাশ্বত চট্টোপাধ্যায়? তিনিও যথারীতি খুব খুশি। আবার দর্শকদের প্রিয় চরিত্ররূপে তিনি ফিরছেন বড় পর্দায়। TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি  বলেছিলেন, “গত কয়েক বছরে বাংলা ছবি আর সিরিজ মিলিয়ে ব্যোমকেশ-ফেলুদা রূপে এত অভিনেতা অভিনয় করেছেন যে নাম মনে রাখা কঠিন কে কোনটা করছেন। (হাসতে হাসতে) একমাত্র শবর চরিত্রটাই আমার জন্য রয়েছে। শবর মানেই শাশ্বত চট্টোপাধ্যায়। আর দর্শকও এই গোয়েন্দাকে খুব পছন্দ করেন। তাই আবার দর্শকদের কাছে এই রূপে ফিরতে পেরে ভালোই লাগছে”।

বই হিসেবে কতটা সফল এই গোয়ন্দা চরিত্র? শাশ্বত TV9 বাংলাকে দেওয়া সেই সাক্ষাৎকারে (পড়ুন- বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই: শাশ্বত চট্টোপাধ্যায়) এই নিয়ে বলেছিলেন, “শবর এমন একটা চরিত্র, যে সিনেমায় জনপ্রিয়তা পাওয়ার পর বই হিসেবে বেশি বিক্রি হয়েছে। এটা একেবারেই সিনেমার চিত্রনাট্যের মত ছিল না। তাই তো নতুন করে এখন সিনেমার মত করে লিখতে হচ্ছে”।

নতুন শবর ছবির জন্য আবার কলম ধরেছেন  শীর্ষেন্দু মুখোপাধ্যায়। চার বছর পর অরিন্দম শীলের এই নতুন শবরে কী কী নতুন বিষয় উঠে আসবে ? সঙ্গী নন্দলালকে (এই চরিত্রে অভিনয় করেন শুভ্রজিৎ দত্ত) নিয়ে কোন রহস্যের জাল ফাঁস করবে দুঁদে  গোয়েন্দা মশাই, তা-ই দেখা যাবে এবার ‘তীরন্দাজ শবর’ ছবিতে। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন নাইজেল আকারা, দেবযানী চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, পৌলমী দাস, চন্দন সেন। ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার এই ছবি মুক্তি পাবে গরমের ছুটিতে, অর্থাৎ ২৭ মে।

 

আরও পড়্ন- Durba Sen Bandhopadhyay: ‘কারও বউ বা বান্ধবী না হলে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা কঠিন’, মত দুর্বার

আরও পড়্ন-Janhvi-Sridevi-Boney-Urmila: উর্মিলার জন্যেই কি মেয়ের নাম জাহ্নবী রেখেছিলেন বনি?

আরও পড়্ন- Ranveer-Karan-Alia: স্বামী রণবীর নয়, দীপিকার বর রণবীরের সঙ্গে আলিয়া, বিয়ের পর এ কি করছেন তিনি?  

 

 

Next Article