বিনোদন প্রিয় মানুষের কাছে ২ সেপ্টেম্বর একটা অন্ধকার দিন। এদিন প্রয়াত হন হিন্দি টেলি জগতের জনপ্রিয় তারকা সিদ্ধার্থ শুক্লা। মাত্র ৪০ বছর বয়সে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন তিনি। তাঁর অকাল মৃত্যুতে শোকস্তবদ্ধ গোটা দেশ। শোকপ্রকাশ করেছেন বাংলার বিনোদন জগৎও। সেই তালিকায় আছেন অভিনেতা অঙ্কুশ হাজরা।
কথায় আছে, ‘লাইফ স্টার্টস অ্যাট ৪০’। ৪০ বছর হলে নতুন করে ফের নাকি জীবন শুরু হয়। কথাটা যে সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, টের পাওয়ালো সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্যু। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শোক প্রকাশ করেছেন বহু তারকা। বাঙালি অভিনেতা অঙ্কুশ হাজরা লিখেছেন, “তুমি আমাদের সঙ্গে চিরকাল থাকবে… জীবন খুবই অনিশ্চিত।”
এ যেন গত বছরের পুনরাবৃত্তি। ২০২০-র জুন মাসে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে থমকে গিয়েছিল বলিউড। এ বার সিদ্ধার্থ শুক্লা। বিশ্বাসই করতে পারছেন না ভক্তরা। কান্নায় ভেঙে পড়েছে বলিউড। ‘কী করে সম্ভব!’– একটাই প্রশ্ন তাঁদের।
ম্যাসিভ হার্ট অ্যাটাক– কিচ্ছু করা যায়নি। শোনা যাচ্ছে, বুধবার রাতে ঘুমের ওষুধ খেয়ে রোজের মতোই ঘুমোতে গিয়েছিলেন সিদ্ধার্থ। এমনটা যে হতে পারে সে আন্দাজ করতে পারেননি কেউই। সিদ্ধার্থের ঘনিষ্ঠ বন্ধু বিন্দু দাড়া সিং সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এত তাড়াতাড়ি চলে গেলে ভাই। এই ক্ষতি কোনওদিনই পূর্ণ হবার নয়। মনে হচ্ছে এবার থেকে খারাপ নজর এই কথায় বিশ্বাস করতে হবে।”
অন্যদিকে গায়িকা নেহা কক্কর লিখেছেন, “এই মুহূর্তে আমার মস্তিষ্ক আর হৃদয় যেন থমকে গেছে। বিশ্বাসই হচ্ছে না। রেস্ট ইন পিস সিদ্ধার্থ শুক্লা। পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা।” শুধু ছোট পর্দার সহকর্মীরাই নন। বড় পর্দার বিপাশা বসু থেকে শুরু করে মাধবন– সিদ্ধার্থের এই মৃত্যু কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। মাধুরী দীক্ষিত লিখেছেন, “ভীষণ শকিং। সব সময় তোমাকে মনে রাখব সিদ্ধার্থ। তোমার আত্মার শান্তি কামনা করি।” কিন্তু যাকে নিয়ে এত কথা, যার সঙ্গে প্রেমের চর্চা সেই শেহনাজ গিল এখনও পর্যন্ত নীরব। এই কঠিন সময়ে তাঁর পাশে থাকার অঙ্গীকার করেছেন ‘সিডনাজ’ ভক্তরা। প্রিয় বন্ধুর এই খারাপ খবরের শোক তিনি দ্রুত কাটিয়ে উঠুন আপাতত এটাই কামনা তাঁদের।
১৯৮০-র ১২ ডিসেম্বর মুম্বইতে জন্ম হয় সিদ্ধার্থর। বাবা অশোক শুক্লা, মা রীতা শুক্লা। মূলত এলাহাবাদের মানুষ তাঁরা। সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন ছাত্রের অভিনয়ের প্রতি ঝোঁক ছিলই। পরবর্তী কালে রচনা সংসদ স্কুল থেকে ইন্টিরিয়র ডিজাইনিংয়ের ওপর স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। প্রথাগত পড়াশোনার বাইরে অন্য কিছু করার প্রতি তাঁর আগ্রহ ছিল।
‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তক’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে সিদ্ধার্থর অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। ‘বিগ বস’ ছাড়াও ‘ঝলক দিখলা যা ৬’, ‘ফিয়ার ফ্যাক্টর’, ‘খতড়ো কে খিলাড়ি’র মতো শোতেও অংশ নিয়েছিলেন তিনি। শোনা যায় শেহনাজ গিলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল।
আরও পড়ুন: শেহনাজকে দেখে মনে হচ্ছিল যেন কোনও ঝড় ওর সবটুকু কেড়ে নিয়েছে: রাহুল মহাজন
আরও পড়ুন: রিয়ার মতো শেহনাজকে ‘বলির পাঁঠা’ বানাবেন না: আর্জি ভক্তদের