শেহনাজকে দেখে মনে হচ্ছিল যেন কোনও ঝড় ওর সবটুকু কেড়ে নিয়েছে: রাহুল মহাজন

Sidharth Shukla Death: সিদ্ধার্থের বাড়ি ও কুপার হাসপাতাল-- দুই জায়গাতেই উপস্থিত ছিলেন সিদ্ধার্থের সহকর্মী ও প্রাক্তন বিগবস প্রতিযোগী রাহুল মহাজন। রিউমারড প্রেমিকা শেহনাজ ও সিদ্ধার্থের মায়ের সঙ্গে দেখা করে তাঁদের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন তিনি।

শেহনাজকে দেখে মনে হচ্ছিল যেন কোনও ঝড় ওর সবটুকু কেড়ে নিয়েছে: রাহুল মহাজন
সিদ্ধার্থ-শেহনাজ।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2021 | 2:02 PM

সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর থেকেই একের পর এক ভুয়ো খবর রটেছে। কখনও সামনে আসছে শেহনাজ গিলের হাসপাতালে ভর্তি হওয়ার খবর, যা সত্যি নয়… আবার কখনও বা সিদ্ধার্থের মৃত্যুতে অস্বাভাবিকতার গন্ধ পাচ্ছেন তাঁর অনুরাগীরা। সিদ্ধার্থের বাড়ি ও কুপার হাসপাতাল– দুই জায়গাতেই উপস্থিত ছিলেন সিদ্ধার্থের সহকর্মী ও প্রাক্তন বিগবস প্রতিযোগী রাহুল মহাজন। রিউমারড প্রেমিকা শেহনাজ ও সিদ্ধার্থের মায়ের সঙ্গে দেখা করে তাঁদের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন তিনি।

তিনি বলেন, “সিদ্ধার্থের মা একজন শক্ত মনের মানুষ। চোখে জল ছিল, কিন্তু উনি শক্ত ছিলেন। শুধু আমাকে একটা কথাই বারেবারে বলছিলেন। বলছিলেন, ‘মৃত্যু তো হবেই। কিন্তু এত তাড়াতাড়ি হওয়া উচিত হল না।’ রাহুল এও জানান গত এক বছর ধরে তাঁর সঙ্গে সিদ্ধার্থের দেখা হয়নি। কিন্তু দুজনেই আধ্যাত্মিক মানুষ হওয়ায় খুব শীঘ্রই তাঁদের সেই বিষয়ে দেখা হওয়ার কথা ছিল। আর শেহনাজ? কেমন আছেন তিনি?

রাহুলের কথায়, “সিদ্ধার্থের বাড়িতেই ওঁর সঙ্গে দেখা হয়েছে। শেহনাজ কেমন ফ্যাকাসে হয়ে গিয়েছে। মনে হচ্ছে কোনও এক ঝড় এসে ওঁর সবটুকু কেড়ে নিয়ে চলে গিয়েছে।” সিদ্ধার্থের এই অকালমৃত্যুর পেছনে তাঁর দীর্ঘ সময়ে জিমে কাটানোর অভ্যেসকেই দায়ী করেছেন কেউ কেউ। এ নিয়ে রাহুলের বক্তব্য, “ও শরীরচর্চা করতে সময় নিত। দেড় ঘণ্টার ওয়ার্কআউট ৩ ঘণ্টা ধরে করত। ও বেশির ভাগ সময়েই নিরামিষ খাবার খেত।” রাহুল এও জানান সিদ্ধার্থের বাবাও হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হয়েছিলেন কিছু বছর আগে।

একটা মৃত্যু যেন তছনছ করে দিয়েছে শেহনাজ গিলের জীবন। সিদ্ধার্থ শুক্লার আকস্মিক প্রয়াণের খবর আসতেই গতকালই যাবতীয় শুট বাতিল করেন তিনি। তড়িঘড়ি রওনা দেন কুপার হাসপাতালের উদ্দেশ্যে। এক সংবাদমাধ্যমের তরফে শেহনাজের বাবা সন্তোখ সিং সুখের সঙ্গে যোগাযোগ করা হলে বৃহস্পতিবারই তিনি বলেন, “কথা বলার মতো অবস্থাতেই একেবারেই নেই। এখনও বিশ্বাস করতে পারছি না।” তিনিও জানান, একেবারেই ভাল নেই শেহনাজ। পঞ্জাব থেকে মুম্বই এসে পৌঁছন শেহনাজের দাদা শেহবাজও।

বিগবস ১৩তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো’য়ে সিদ্ধার্থ ও শেহনাজের গিলের কেমিস্ট্রি ভালবেসেছিল দর্শক। যদিও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এ কথা স্বীকার করেননি তাঁরা। তবুও তাঁদের একসঙ্গে সময় কাটানো, নানা মুহূর্তকে ভালবেসে অনুরাগীরা তাঁদের ভালবেসে নাম দিয়েছিল ‘সিডনাজ’। দিন কয়েক আগে একসঙ্গে মিউজিক ভিডিয়োতেও অভিনয় করেছেন তাঁরা। তাঁদের একসঙ্গে বড় পর্দায় দেখবার ইচ্ছে ছিল ভক্তদের। সেই ইচ্ছে যদিও আর পূরণ হল না।

১৯৮০-র ১২ ডিসেম্বর মুম্বইতে জন্ম হয় সিদ্ধার্থর। বাবা অশোক শুক্লা, মা রীতা শুক্লা। মূলত এলাহাবাদের মানুষ তাঁরা। সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন ছাত্রের অভিনয়ের প্রতি ঝোঁক ছিলই। পরবর্তী কালে রচনা সংসদ স্কুল থেকে ইন্টিরিয়র ডিজাইনিংয়ের ওপর স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। প্রথাগত পড়াশোনার বাইরে অন্য কিছু করার প্রতি তাঁর আগ্রহ ছিল।

‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তক’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে সিদ্ধার্থর অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। ‘বিগ বস’ ছাড়াও ‘ঝলক দিখলা যা ৬’, ‘ফিয়ার ফ্যাক্টর’, ‘খতড়ো কে খিলাড়ি’র মতো শোতেও অংশ নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন- Sidharth Shukla: আলিয়ার বিপরীতে বলি-ডেবিউ, বচ্চন-ভক্ত সিদ্ধার্থের দীর্ঘ সময় কাটত জিমেই

আরও পড়ুন-‘এবার থেকে কুনজরে বিশ্বাস করব…’, সিদ্ধার্থের অকালমৃত্যু মানতেই পারছেন না ওঁরা!