Aparajita Adhya: ব়্যাম্পে অপরাজিতা, দিলেন পোশাক নিয়ে কোন টিপস
Viral Post: না, কোন বিশেষ স্টাইল স্টেটমেন্ট নয় এক গাল হাসি সঙ্গে সাবলীলভাবে সকলের সামনে নিজেকে উপস্থাপনা করেন এদিন অভিনেত্রী। আর পোশাক পরে বিন্দুমাত্র ট্রোলের শিকার হলেন না তিনি।

অপরাজিতা আঢ্য, দিন দিন তিনি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বয়ষকে টেক্কা দিয়ে কীভাবে প্রতিটা মুহূর্তে নিজের সেরা সেরা উপস্থাপনা দিয়ে দর্শকের মন জয় করা যায়। সে ধারাবাহিক হোক কিংবা বড় পর্দার কোনও ছক ভাঙ্গা চরিত্র। একের পর এক দাপুটে চরিত্র যার ঝুলিতে তিনি নেহাতই সাদামাটা মানুষ। হাসিখুশি ভক্তদের সঙ্গে মিলেমিশে থাকাই অপরাজিতা আঢ্যর বিশেষত্ব। এটাই সকলে নজরের কেন্দ্রে জায়গা করে নেওয়ার মূল কারণ। অভিনয় নয় এবার এই বয়সের ব়্যাম্পে হেঁটে তাক লাগালেন তিনি। ল্যাহেঙ্গা পরে রীতিমতো নজর করলেন লক্ষ্মী কাকিমা। অভিনেতা নীল ভট্টাচার্যের পাশে দাঁড়িয়ে যেভাবে তিনি ব়্যাম্প কাপালেন, এতে এককথায় বলতেই হয় অপরাজিত আড্ড বলেই এটা সম্ভব।
না, কোন বিশেষ স্টাইল স্টেটমেন্ট নয় এক গাল হাসি সঙ্গে সাবলীলভাবে সকলের সামনে নিজেকে উপস্থাপনা করেন এদিন অভিনেত্রী। আর পোশাক পরে বিন্দুমাত্র ট্রোলের শিকার হলেন না তিনি। বরং প্রশংসায় ভরে উঠলো নেট পাড়া। এর কারণ কী? এর পেছনে থাকা রহস্য কী? এবার তারই উত্তর দিলেন অপরাজিতা। স্পষ্ট জানিয়ে দিলেন, আমার এত বছরের অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে, কোনও পোশাক আসলে গুরুত্বপূর্ণ নয়, কে সেটা পরছেন, তা হলে গুরুত্বপূর্ণ। অর্থাৎ পোশাক ক্যারি করতেও জানতে হয়। যিনি পড়ছেন তাঁর আত্মবিশ্বাসের উপর নির্ভর করে তাঁকে কেমন দেখাবে। অপরাজিতার এই পোস্ট মুহূর্তে দর্শকদের নজরকারের।
সম্প্রতি চিনি ২ ছবি মুক্তি পেয়েছে। এই ছবির ট্রেলারেই প্রকাশ্যে এসেছিল এবার পর্দায় মধুমিতা সরকারের লাভগুরুর ভূমিকায় অভিনয় করছেন অপরাজিতা। মধুমিতার সকল সমস্যার সমাধান রয়েছেন তাঁর কাছে। মৈনাক ভৌমিকের ফ্রেমে তিনি বাড়িওয়ালা ও মধুমিতা ভাড়াটিয়া। এই ছবিতেও তাঁকে বেশ কিছু দৃশ্যে বোল্ড পোশাকে দেখা যায়। তাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেও ওয়েস্টার্ন পোশাক পরতে দেখা যায় তাঁকে। এবং তাতেই বেশ মহোময়ী তিনি।
View this post on Instagram





