AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raktabeej: ‘রক্তবীজ’-এর সিকুয়্যেল তৈরি করবেন নন্দিতা-শিবপ্রসাদ; জানালেন TV9 বাংলাকে

Raktabeej Sequel: ছবির গল্পে দেখা যায়, দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি অনিমেষ চট্টোপাধ্যায় (ভিক্টর বন্দ্যোপাধ্যায়) এক জঙ্গিকে মৃত্যুদণ্ড দেওয়ায় তাঁকে প্রাণে মেরে ফেলার কৌশল করতে থাকে জঙ্গিরা। অনিমেষ গ্রামের বাড়িতে পুজোর সময় যাওয়ার পর কেন্দ্র এবং রাজ্য জঙ্গি দমন শাখার থেকে দুই অফিসারকেও (আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী) পাঠানো হয়। শেষমেশ কি অনিমেষ এবং গ্রামবাসীকে প্রাণ বাঁচাতে পারবে তারা। এই নিয়েই 'রক্তবীজ'-এর গল্প।

Raktabeej: 'রক্তবীজ'-এর সিকুয়্যেল তৈরি করবেন নন্দিতা-শিবপ্রসাদ; জানালেন TV9 বাংলাকে
আবির চট্টোপাধ্যায় এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়; শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
| Edited By: | Updated on: Oct 24, 2023 | 5:27 PM
Share

ঠিক ৯ বছর আগের কথা। ২০১৪ সাল। দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ি (পূর্ব বর্ধমান) থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত খাগড়াগড়ে বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা এলাকা। পশ্চিমবঙ্গের মাটি যে সন্ত্রাস-হামলার আঁতুড়ঘর জানা গিয়েছিল সেই বার। সেই সন্ত্রাস-হামলা হয়েছিল দুর্গাপুজোর মণ্ডপগুলিতে। অষ্টমীর দিন মণ্ডপে-মণ্ডপে চলছিল অঞ্জলীর তোড়জোড়। ভয়াবহ সেই ঘটনায় উঠে আসে ‘জেএমবি’ জঙ্গি গোষ্ঠীর নাম। সেই বাস্তব ঘটনা থেকে নির্যাস নিয়েই তৈরি হয়েছে উইন্ডোজ় প্রযোজনা সংস্থার এবারের পুজোর ছবি ‘রক্তবীজ’।

ছবির গল্পে দেখা যায়, দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি অনিমেষ চট্টোপাধ্যায় (ভিক্টর বন্দ্যোপাধ্যায়) এক জঙ্গিকে মৃত্যুদণ্ড দেওয়ায় তাঁকে প্রাণে মেরে ফেলার কৌশল করতে থাকে জঙ্গিরা। অনিমেষ গ্রামের বাড়িতে পুজোর সময় যাওয়ার পর কেন্দ্র এবং রাজ্য জঙ্গি দমন শাখার থেকে দুই অফিসারকেও (আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী) পাঠানো হয়। শেষমেশ কি অনিমেষ এবং গ্রামবাসীকে প্রাণ বাঁচাতে পারবে তারা। এই নিয়েই ‘রক্তবীজ’-এর গল্প। যা দর্শককে মনে করিয়ে দিয়েছে খাগড়াগড় বোমা-বিস্ফোরণের কালো স্মৃতি। হাউজ়ফুল শো হচ্ছে ছবির। পুজোর প্রত্যেকটি দিন হলে ভিড় জমিয়েছেন দর্শক।

‘রক্তবীজ’ শব্দের অর্থ কী? পুরাণে বলা হয়, এক অসুরের রক্ত যদি মাটিতে পরে, তা হলে তা থেকে হাজার-হাজার অসুরের জন্ম হয়। জঙ্গি-সন্ত্রাসবাদের সঙ্গে রক্তবীজের যে যোগ রয়েছে তাই বোঝাতে চেয়েছেন পরিচালকদ্বয়। এক জঙ্গিকে দমন করলে হাজার-হাজার জঙ্গির জন্ম অনিবার্য। ছবির শেষটাতেও সেই ইঙ্গিতই দেওয়া হয়েছে। এমন এক অভিনেতাকে সেই জঙ্গির চরিত্রে দেখানো হয়েছে, যা কেউ অনুমাণই করতে পারেননি। সেটাই গল্পের সাসপেন্স। সেই সঙ্গে তামাম দর্শকের মনে প্রশ্ন জেগেছে–তা হলে কি ‘রক্তবীজ’-এর সিকুয়্যেল তৈরি করবেন নন্দিতা-শিবপ্রসাদেরা? জানতে TV9 বাংলা কথা বলে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে।

‘বেলাশেষে’ জনপ্রিয় হওয়ার পর সেই একই কাস্টকে নিয়ে ‘বেলাশুরু’ তৈরি করেছিল এই পরিচালকদ্বয়। সিকুয়্যেলকে নিয়ে নানাধরনের গবেষণা করেন তাঁরা। ‘রক্তবীজ’-এর কাহিনি যেভাবে শেষ হয়েছে, তাতে ছবির সিকুয়্যেল তৈরি হতে পারে, এমন গন্ধ পাওয়া গিয়েছে। TV9 বাংলাকে শিবপ্রসাদ বলেছেন, “এটা এখনই বলা খুব কঠিন। কিন্তু সিকুয়্যেল তৈরির একটা প্রবণতা রয়েছে ছবির। হয়তো আমরা তৈরি করব।”

এই প্রথম কোনও অ্যাকশনধর্মী ছবি তৈরি করেছেন নন্দিতা-শিবপ্রসাদ। বরাবরই পারিবারিক এবং সামাজিক ছবি তৈরি করেন তাঁরা। ১৭ সেপ্টেম্বর ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ের দিন শিবপ্রসাদ TV9 বাংলাকে বলেছিলেন, “এটা বাংলা এফেক্ট। দক্ষিণ এবং বলিউড দেখুক এবার বাংলা কী করতে পারে।”