Gaurav-Arjun: একদিনের ব্যবধানে দুই ভাইয়ের জন্মদিন, এত্ত মিল! অবাক নেটিজেন

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Mar 06, 2022 | 6:25 PM

Gaurav-Arjun: অর্জুন ও গৌরব দুজনেই যুক্ত অভিনয় পেশার সঙ্গে। অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তীর সন্তান তাঁরা। দুজনেই চুটিয়ে কাজ করছেন টলিউডে।

Gaurav-Arjun: একদিনের ব্যবধানে দুই ভাইয়ের জন্মদিন, এত্ত মিল! অবাক নেটিজেন
অর্জুন-গৌরব।

Follow Us

গৌরব চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তী– টলিপাড়ার দুই ভাই। গৌরব বড় আর অর্জুন তিন বছরের ছোট। এ তো গেল বছরের হিসেব। তবে মজার ব্যাপার দিনের হিসেবে কিন্তু অর্জুনের জন্মদিন গৌরবের ঠিক এক দিন আগে। হিসেব গুলিয়ে যাচ্ছে?

আসলে অর্জুনের জন্মদিন ৫ মার্চ অন্যদিকে গৌরবের জন্মদিন ৬ মার্চ। নিছকই কাকতালীয়? হয়তো তাই। মনের মিল বোধহয় একেই বলে। শনিবার অর্জুনের জন্মদিনে ইনস্টাগ্রামে এক ফেলে আসা দিনের ছবি পোস্ট করেছিলেন গৌরব। ছবিটি প্রায় ১২ বছর আগের, ২০১০ সালের। তখন অর্জুনের মেরেকেটে ২০ আর গৌরব ২৩-এর কাছাকাছি। শুধু ছবিই নয়, জন্মদিন উপলক্ষে ভাইয়ের জন্য লিখেছিলেন এক মনখোলা বার্তাও। লিখেছিলেন, “শুভ জন্মদিন আমার ছোট্ট ভাই, আমার প্রিয় বন্ধু, আমার সব দোষের দোসর।”

এ দিন দাদার জন্মদিনে সেই ভালবাসা ফিরিয়ে দিয়েছেন অর্জুনও। গৌরবের সঙ্গে এক ছবি পোস্ট করে তিনি পাল্টা লিখেছেন, “আমার বন্ধু, রোল মডেল, আর সবচেয়ে প্রিয় ভাইকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা”।

অর্জুন ও গৌরব দুজনেই যুক্ত অভিনয় পেশার সঙ্গে। অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তীর সন্তান তাঁরা। দুজনেই চুটিয়ে কাজ করছেন টলিউডে। গৌরবের স্ত্রী রিদ্ধিমাও অভিনেত্রী। অন্যদিকে অর্জুনের স্ত্রী সৃজা যদিও অভিনয়ের পথে পা বাড়াননি। সব মিলিয়ে দুই ভাইয়ের ভরা সংসার। এক মাসে প্রায় পিঠোপিঠি জন্মদিনই কি অতীতেই ইঙ্গিত দিয়েছিল সুসম্পর্কের? প্রশ্ন নেটিজেনদের।

আরও পড়ুন-Bengali Serial Pilu: ‘পিলু’ ধারাবাহিকের সেটে কোন অভিনেতা ‘র‍্যাগিং’ করেছিলেন মেঘাকে?

আরও পড়ুন-Shane Warne: তাঁর বায়োপিকে কোন অভিনেতাকে দেখতে চেয়েছিলেন ‘ক্রিকেটের বরপুত্র’ শেন ওয়ার্ন?

Next Article