‘আজ শিল্প নয়, শুধুই অনুভূতি’, কীসের উদ্দেশে বলেন মধুমিতা?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 26, 2021 | 6:29 PM

Madhumita Sarkar: সম্প্রতি একটি ওয়েব সিরিজের অফার ফিরিয়েছেন মধুমিতা। কারণ, খোলামেলা দৃশ্যে অভিনয় করতে চাননি তিনি।

আজ শিল্প নয়, শুধুই অনুভূতি, কীসের উদ্দেশে বলেন মধুমিতা?
মধুমিতা সরকার

Follow Us

চেহারায় মেকআপের লেশমাত্র নেই। বড় বড় দুটো চোখ মাস্কারাহীন, কাজলহীন। ঠোঁটে নেই লিপস্টিকের রং। এলো চুল আর কানে শুধু দুটো বড় কালো হেড ফোন। লিপ সিঙ্গিংয়ে ব্যস্ত অরণ্যের ‘পাখি’ অভিনেত্রী মধুমিতা সরকার।
শ্রীলঙ্কার ‘ব়্যাপ রাজকন্যা’ ইয়োহানির গানে মেতেছে গোটা দেশ। ‘মানিকে মাগে হিঠে’ গানে মুগ্ধ হয়েছেন খোদ ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। বাউলের গানের সঙ্গে ম্যাশ থেকে শুরু করে তারকাদের ভিডিয়ো শুট, এখন সবেতেই তিনি। অল্প সময়ের মধ্যেই ইয়োহানি হয়ে উঠেছেন ঘরের মেয়ে। তাঁকে আপন করে নিয়েছেন সকলে। আপন করে নিয়েছেন তাঁর গান ‘মানিকে মাগে হিঠে’কেও। গানটি তৈরি হয়েছে সিংহলি ভাষায়। অনেকেই গানের অর্থ বুঝতে পারছেন না। কিন্তু সুরেই জাদু করেছেন ইয়োহানি।

 

নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন বাঙালি অভিনেত্রী মধুমিতা সরকার। সেই ভিডিয়োতে তিনি ‘মানিকে মাগে হিঠে’-র সঙ্গে লিপ মিলিয়েছেন। যেন গানটি নিজেই গেয়েছেন। সেই সঙ্গে অভিনয় করে দেখিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, “ভাষা কখনওই কোনও বাঁধা নয়। বিশেষ করে সেই ভাষা যদি প্রেমের কথা বলে। আজ শিল্প নয়। শুধুই অনুভূতি।”

‘বোঝে না সে বোঝে না’র পর যশ দাশগুপ্তর সঙ্গে ফের একসঙ্গে কাজ করেছেন অভিনেত্রী। একটি মিউজিক ভিডিয়োতে দেখা যাচ্ছে তাঁদের। সূত্রের খবর, সম্প্রতি একটি ওয়েব সিরিজের অফার ফিরিয়েছেন মধুমিতা। কারণ, খোলামেলা দৃশ্যে অভিনয় করতে চাননি তিনি। হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজও। আপাতত, ‘মানিকে মাগে হিঠে’তে মজেছেন অভিনেত্রী। তাঁর মনে আর কানে এখন কেবলই প্রেম আর প্রেম!
আরও পড়ুন: ভন্সালীর অফিসে সোনম কাপুর; ফের কাজ করছেন একই ছবিতে?
আরও পড়ুন: তাঁর কথা শুনলে জীবনের সব কষ্ট ভুলতে পারতাম: প্রসেনজিৎ
Next Article