সোশ্যাল মিডিয়াকে নতুনভাবে উপভোগ করছেন অভিনেত্রী মধুমিতা সরকার। শেষ কয়েকদিন তিনটি সুন্দর পোস্ট করেছেন মধুমিতা। বোঝাই যাচ্ছে, ভার্চুয়াল দুনিয়ায় বেশ ভাল সময় কাটাচ্ছেন তিনি। কখনও লিপ সিং করছেন ‘মানিকে মাগে হিঠে’ গানের সঙ্গে। কখনও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছেন বৃষ্টির দিনে। আবার কখনও প্রবেশ করছেন ডিজনির দুনিয়ায়। বিষয়গুলি বেশ উপভোগ করছেন তিনি। তাঁকে এভাবে সোশ্যাল মিডিয়ায় আসতে দেখে খুশি তাঁর ফ্যানরাও। মধুমিতার সঙ্গে তাঁদের যোগাযোগের রাস্তা তৈরি হচ্ছে নতুন করে। অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাঁর পোস্টে।
সোমবার, কিছুক্ষণ আগের মধুমিতার পোস্ট। নিজের বাড়িতে নিজের ঘরে একেবারে মেকআপহীন অবস্থায় একটা ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “আর এভাবেই আমি প্রবেশ করলাম ডিজনির দুনিয়ায়… হ্যাশট্যাগ ব়্যান্ডাম রিলস, রিলইটফিলইট”। কীভাবে ডিজনির দুনিয়ায় প্রবেশ করলেন মধুমিতা? সেই বিষয়টাই বেশ মজার মনে হয়েছে নেটিজেনদের। দেখা যাচ্ছে, ঘুমের ভান করে লম্বা হাই তুলছেন অভিনেত্রী। মুখের কাছ থেকে লম্বা চুল সরাতেই হয়ে গেলেন এক সুন্দরী কার্টুন মেয়ে। ভাবখানা এমন যেন নিজেই অবাক হয়ে গেলেন। তাঁকে দেখে মনে হচ্ছে কোনও ডিজনির চরিত্র হয়ে উঠেছেন মধুুমিতা। তাতেই ১৬,০০০-এর উপর লাইক! লাইকের সংখ্যা ক্রমশ বাড়ছে।
এর আগের ভিডিয়োতে ফাঁকা রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন মধুমিতা। নিজে ভিডিয়ো রেকর্ডিংও করছিলেন চালাতে চালাতে। ভিডিয়োতেই বলেছিলেন, গাড়ি আস্তে চলছে, রাস্তাতেও কেউ নেই। সকলকে তাঁর প্রিয় জায়গা দেখানোর জন্যই সেই ভিডিয়ো তৈরি করছিলেন তিনি। এর আগের ভিজিয়োটি ছিল ‘মানিকে মাগে হিঠে’ গানটি নিয়ে। সম্প্রতি জনপ্রিয় হওয়া গানের সঙ্গে লিপ সিং করে বাহবা কুড়িয়েছিলেন অভিনেত্রী।