Serial Gossip: মেঘের জীবনে নতুন টুইস্ট, সৌরনীলের অবস্থা দেখে বেজায় খুশি ভক্তরা
Viral News: ধারাবাহিকের এক একটি প্রোমোতে দর্শকদের উপচে পড়া কমেন্টে প্রথমেই যা চোখে পড়ে তা হল সৌরনীল চরিত্রটি মেঘ চরিত্রের অযোগ্য।
ইচ্ছেপুতুল, দর্শক মহলে বেজায় এক চর্চিত ধারাবাহিক। জিবাংলার এই ধারাবাহিক শুরু হয়েছে খুব বেশি মাস হয়নি। তবে এরই মধ্যে মেঘ চরিত্র দর্শক মহলে জায়গা করে নিয়েছে। মেঘকে নিয়ে দর্শকদের কপালে যে কতটা চিন্তার ভাঁজ তার প্রমাণ মেলে সোশ্যাল মিডিয়ায়। ধারাবাহিকের এক একটি প্রোমোতে দর্শকদের উপচে পড়া কমেন্টে প্রথমেই যা চোখে পড়ে তা হল সৌরনীল চরিত্রটি মেঘ চরিত্রের অযোগ্য। ধারাবাহির প্রেক্ষাপট, সৌরনীল অর্থাৎ মেঘের স্বামী, যে দাবী করে থাকে, সে মেঘকে ভালবেসে বিয়ে রয়েছে, একজম শিক্ষক হয়েও সে তার স্ত্রীকে যথাযত সম্মান দিতে অপারক। মুহূর্তে নিজের সমস্ত আবেগ জলাঞ্জলী দিয়ে সে মেঘকে এতটাই অপমান করতে পারে, যাতে মেঘের রীতিমত শ্বশুরবাড়িতে অস্বিত্বই সঙ্কটে পড়ে যায়।
বর্তমানে তেমনই এক ঘটনা দেখানো হচ্ছে। মেঘের ননদের জীবনে যে পুরুষের ভালবাসা উঁকি দিয়েছে, সে একটা সময় রীতিমত বিরক্ত করত মেঘকে। চরিত্রও নেহাতই খারাপ। তাই ননদকে বাঁচাতে গিয়ে দিদি ও সেই ব্যক্তির ট্র্যাপের শিকার হয় মেঘ। সকলের কাছে বিষয়টাকে এমনভাবে উপস্থাপনা করা হয়, যে মেঘ ছেলেটির প্রতি আকৃষ্ট হয়ে তাকে অসম্মান করে বসে, এতেই সম্মান হারিয়ে ও স্বামী সৌরনীলকে পাশে না পেয়ে মেঘ বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে বসে।
তেমনটা করেও। এবার কেবল ডিভোর্সের অপেক্ষা। মেঘের পাশে দাঁড়িয়ে তাকে বিশ্বাস করার সাহস দেখাতে পারেনি সৌরনীল। এই পরিস্থিতিতে দর্শকেরা বেজায় বিরক্ত হয়ে পড়ে সৌরনীল চরিত্রের ওপর। সকলেই একবাক্যে অনুরোধ করে বসে, সৌরনীলকে যে সরিয়ে দেওয়া হয় মেঘের জীবন থেকে। এমনি সময় গল্পে টুইস্ট। মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার সময় হঠাৎই মেঘ অসুস্থ হয়ে পড়লে এন্ট্রি ঘটে নতুন নায়কের। তা দেখেই বেজায় খুশি ভক্তরা। কেউ লিখলেন, এই টুইস্টটা ভীষন ভাবে দরকার ছিল,খুব ভাল হবে। আবার কারও কথায়, সৌরনীল চরিত্রটা জাস্ট জঘন্য। মেঘ একটা চমৎকার মানুষের যোগ্য। আবার কারও কথায়, ইচ্ছে পুতুল সিরিয়ালে সত্যিই সৌরনীলের বাড়াবাড়ি নেওয়া যাচ্ছে না। যে মেঘ শ্বশুরবাড়ির জন্য এত করছে সেই শ্বশুরবাড়ির লোকদের মধ্যে অনেকেই মেঘকে শত্রু মনে করে এটা সত্যিই মেনে নেওয়া যায় না। ফলে ধারাবাহিকের নতুন প্রোমো যে দর্শকদের মন ঘুরিয়েছে, তা এক কথায় স্পষ্ট।