AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘নীলাদি’ বলে ঋতুপর্ণকে ‘টিজ’, ছোটবেলার স্মৃতি ঘাঁটলেন ভাস্বর

ছোটবেলায় অভিনেতার দাদুর কাছে পড়তে আসতেন পরিচালক। অবশ্য পরিচালক-অভিনেতা বলা ঠিক নয়। ভাস্বর বা ঋতুপর্ণ...কেউই তখন নিজস্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত নন, স্কুলছাত্র।

'নীলাদি' বলে ঋতুপর্ণকে 'টিজ', ছোটবেলার স্মৃতি ঘাঁটলেন ভাস্বর
ঋতুপর্ণ এবং ভাস্বর
| Updated on: May 30, 2021 | 8:27 PM
Share

 

ঋতুহীন আট বছর। সোশ্যাল মিডিয়ায় আজ সারাদিন ঋতু স্মরণ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শাশ্বত চট্টোপাধ্যায়…বাদ নেই কেউ। কেউ কাজ করেছেন ছবিতে আবারও কারও সঙ্গে তাঁর আলাপ একেবারেই ব্যক্তিগত। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ও স্মৃতির ঝুলি উজাড় করলেন এই ঋতু-দিনে। ‘টিজ’ করেছিলেন ঋতুপর্ণকে, না বুঝেই। সেই গল্পই শেয়ার করলেন নিজের সোশ্যাল ওয়ালে।

ছোটবেলায় অভিনেতার দাদুর কাছে পড়তে আসতেন পরিচালক। অবশ্য পরিচালক-অভিনেতা বলা ঠিক নয়। ভাস্বর বা ঋতুপর্ণ…কেউই তখন নিজস্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত নন, স্কুলছাত্র। ভাস্বর তখন ওয়ান বা টুতে পড়েন। ঋতুপর্ণ আরও একটু বড়। ভাস্বরের দাদু সাউথ পয়েন্ট স্কুলের রসায়নের শিক্ষক। ভাস্বর লিখছেন, “ঋতুপর্ণ ঘোষ কে খুব ছোটবেলায় আমি দেখেছিলাম আমার দাদুর কাছে পড়তে আসতেন। তখন ওনার নাম ছিল সৌরনীল। আমার দাদুর বাড়িতে একটা বড় জানলার সামনে আকাশের দিকে তাকিয়ে চুপ করে বসে থাকতেন। ”

কারও সঙ্গে কথা বলতেন না সৌরনীল (ঋতুপর্ণ)। কারণটা নিজেই জানিয়েছেন ভাস্বর। লিখেছেন, “সবাই ওকে টিজ করত”। সেই ‘টিজ’-এ সামিল হয়েছিলেন ভাস্বরও। খানিক না বুঝেই। ভাস্বর আরও লেখেন, “একবার ওই বন্ধুর দল আমায় বলল-তুই গিয়ে বল নীলাদি তুমি কি ভাবছ আকাশের দিকে তাকিয়ে….”। টিজ করা বা ‘নীলাদি’ ডাকার অর্থ সে সময় বুঝতে পারেননি ছোট্ট ভাস্বর। যা বলতে বলা হয়েছিল, বলেওছিলেন গিয়ে… তাঁর বাহ্যিক আচরণ লোকের কাছে খোরাকের রসদ জোগালেও ঋতুপর্ণ রেগে যাননি। বরং ভাস্বরকে কাছে ডেকে নিয়ে বলেছিলেন, “তুমি তো ভাল ছেলে এসব বলতে নেই।” এসব কথা শেয়ার করেছেন ভাস্বর নিজেই।

আরও পড়ুন-‘সামিল হোন টেকনিশিয়ানরাও, নিয়মের হাঁসফাঁসে শুটিং বন্ধ রাখলে ইন্ডাস্ট্রিটা যে মরে যাবে…’

নিজের সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে কখনই লুকোছাপা করেননি ঋতুপর্ণ। তাঁর কথা বলার স্টাইল যখন হয়ে উঠেছে কমেডি শো’র ‘হাসির টপিক’ অনায়াস দক্ষতায় জবাব দিয়েছেন পরিচালক। তাই এই বিশেষ দিনে ভাস্বর লিখছেন, “আজও আপনার মত অনেকেই teased হয় আর আজও আপনি ওদের বুদ্ধিহীনতা দেখে হাসেন। ভাল থাকবেন”।