Bonny-Koushani: ‘প্রচন্ড চাপ’-এ বনি, চিন্তায় মা-ও, শেষমেশ বড় সিদ্ধান্ত অভিনেতার!
Bonny-Koushani: ডিসেম্বরে শহরজুড়ে বিয়ের মরসুমে। বিয়ের পিঁড়িতে টলিপাড়ার একের পর এক তারকা। সব দেখে শুনে বনি সেনগুপ্তের মনও কি 'উড়ু উড়ু'? সেই কবে থেকে প্রেম করছেন তিনি। প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায় সুন্দরী। সম্প্রতি 'আবার প্রলয়' সিরিজে ভাল অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন দক্ষ নায়িকা হিসেবেও। আর বিয়ে?
ডিসেম্বরে শহরজুড়ে বিয়ের মরসুমে। বিয়ের পিঁড়িতে টলিপাড়ার একের পর এক তারকা। সব দেখে শুনে বনি সেনগুপ্তের মনও কি ‘উড়ু উড়ু’? সেই কবে থেকে প্রেম করছেন তিনি। প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায় সুন্দরী। সম্প্রতি ‘আবার প্রলয়’ সিরিজে ভাল অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন দক্ষ নায়িকা হিসেবেও। আর বিয়ে? ৩০ পার করেছেন দু’জনেই। মা পিয়া চক্রবর্তী পুরোটাই ছেড়ে দিয়েছেন তাঁদের হাতে। আর তাঁরা? সৌরভ দাস ও দর্শনা বণিকের বিয়ে দিন বনি সেনগুপ্ত হাজির হতেই তাঁর ম্যারেজ প্ল্যানের খুঁটিনাটি জেনে নিল টিভিনাইন বাংলা।
বিয়ের প্রশ্ন করতেই মুখে একগাল হাসলেন তিনি। কৌশানী আসতে পারেননি বিয়েতে। মেদিনীপুরে শো রয়েছে তাঁর। বিয়ে করার চাপ কতটা অনুভব করতে পারছেন অভিনেতা? তাঁর উত্তর, “প্রচণ্ড চাপ। এবার বিয়েটা করে নিতেই হবে। দেখা যাক। ২০২৫-কেই আপাতত টার্গেটে রেখেছি।” এর আগে বনির বাবার অনুপ সেনগুপ্ত জানিয়েছিলেন ২০২৪-এ বিয়ে করবেন ছেলে। তবে বনির দাবি, এরকমটা কিছুই নয়, হাতে একগুচ্ছ প্রজেক্ট। তাই ২০২৫-কেই টার্গেট বেছে নিয়েছেন তাঁরা।
View this post on Instagram