Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bonny-Koushani: টলিউডে ফের বিয়ের সানাই, কবে সাতপাক ঘুরছেন বনি-কৌশানী?

Bonny-Koushani: ২০২৩ সালের শুরুটা মোটেও ভাল হয়নি বনি সেনগুপ্তের। শুরুটা ভাল হলেও বিতর্ক গ্রাস করেছিল তাঁকে। সেই বিতর্কের আঁচ এসে পড়েছিল কৌশানী মুখোপাধ্যায়ের কাছেও। যদিও সেই বিতর্কের রেশ ফিকে হয়েছে অনেকটাই। স্বাভাবিক জীবন ফিরেছেন দু'জনেই। গত ১৭ মে ছিল কৌশানী মুখোপাধ্যায়ের জন্মদিন।

Bonny-Koushani: টলিউডে ফের বিয়ের সানাই, কবে সাতপাক ঘুরছেন বনি-কৌশানী?
কবে সাতপাক ঘুরছেন বনি-কৌশানী?
Follow Us:
| Edited By: | Updated on: May 19, 2023 | 1:09 PM

২০২৩ সালের শুরুটা মোটেও ভাল হয়নি বনি সেনগুপ্তের। শুরুটা ভাল হলেও বিতর্ক গ্রাস করেছিল তাঁকে। সেই বিতর্কের আঁচ এসে পড়েছিল কৌশানী মুখোপাধ্যায়ের কাছেও। যদিও সেই বিতর্কের রেশ ফিকে হয়েছে অনেকটাই। স্বাভাবিক জীবন ফিরেছেন দু’জনেই। গত ১৭ মে ছিল কৌশানী মুখোপাধ্যায়ের জন্মদিন। বনির ও মদন মিত্রের সঙ্গে তিনি হাজির হয়েছিলেন দক্ষিণেশ্বরে। সন্ধেবেলায় শহরের এক রেস্তরাঁয় খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন বনির বাবা তথা পরিচালক অনুপ সেনগুপ্ত। সেখানেই এই জুটিকে নিয়ে এক বড়সড় তথ্য ফাঁস করে দিলেন। জানালেন খুব শীঘ্রই বাড়িতে হতে চলেছে আনন্দ-অনুষ্ঠান। সব ঠিক থাকলে আগামী বছর মানে ২০২৪-এই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিউডে এই চর্চিত জুটি। অনুপ সেনগুপ্ত এই কথা ফাঁস করে দেওয়ায় খানিক অস্বস্তিতে নবদম্পতি। নিজেদের বিয়ে নিয়ে মুখ খুলতে যে নারাজ তাঁরা। প্রসঙ্গত, টলি ও টেলিপাড়ায় এখন বিয়ের মরসুম। এই বছরের শুরুতেই বিয়ে করেছিলেন রুশা চট্টোপাধ্যায়। এরপর একে একে সুদীপ্তা মুখোপাধ্যায়, মিষ্টি সিং…। শোনা যাচ্ছে এই বছরেই সামাজিক বিয়ে সেরে ফেলতে পারেন টলিপাড়ার আর এক চর্চিত জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। সব মিলিয়ে এই মুহূর্তে টলিপাড়ায় এক হওয়ার মেলা।

প্রসঙ্গত, এর আগে কৌশানীর জন্মদিনে দক্ষিণেশ্বরে গিয়ে বিধানসভা নির্বাচনে তাঁর হার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, “কৌশানি যে সিটটা থেকে হেরেছিল এখন তো দেখা যাচ্ছে কৌশানি জিতেছিল। কারণ, মুকুল যে জিতেছিল সেই জিতটায় তো প্রতারণা করা হয়েছিল। জেতার পরে আবার তৃণমূল আবার বিজেপি।” এরপরই কৌশানিকে দেখিয়ে বলেন, “She is the Shadow MLA. নদিয়ার ওই কেন্দ্রে ও যদি যায় তাহলে আমরা ওকে পুরো সাহায্য করব ওখানে ঘাঁটি গেড়ে বসার জন্য।” অন্যদিকে কৌশানি বলেন, “কিছু সংখ্যার ভোট তো হারটা ঠিক করতে পারে না। আসলে এখনও ওখানকার মানুষ আমাকে ছোটদি বলে ডাকে। এখনও ওখানে আমাকে আমন্ত্রণ জানায়। কালকে আমার জন্মদিন পালন করতেও কৃষ্ণনগর থেকে অনেকে আসছেন।এ তো গেল রাজনৈতিক ব্যস্ততার কথা। আপাতত নিজেদের ছবি নিয়েও ব্যস্ত দুজনে। খুলেছেন নতুন প্রযোজনা সংস্থাও।