কানে আঘাত পেলেন অভিনেতা বনি সেনগুপ্ত। বেশ কিছুদিন আগে বোলপুরে রাজা চন্দের এক ছবির শুটিং করতে গিয়েই সহ অভিনেতার ঘুষিতে কানে আঘাত লাগে তাঁর। ভিডিয়ো শেয়ার করে বনিই জানিয়েছেন গোটা ব্যাপারটা। টিভিনাইন বাংলার কাছে ঘটনা নিয়ে মুখ খুলেছেন পরিচালক রাজা চন্দও।
বনির শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, পরিচালক দুই অভিনেতাকে এক ফাইট সিকুয়েন্স বোঝাচ্ছিলেন। অ্যাকশনের সময় আচমকাই ‘মক ফাইট’ করতে করতে বনির কানে সজোরে ঘুষি চালিয়ে দেন তাঁর সহঅভিনেতা। অবশ্যই ইচ্ছাকৃত নয়, তবে বনির বেশ জোরেই লাগে আঘাত। ঘটনার আকস্মিকতায় কানে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন তিনি। সহ অভিনেতাও যে বেশ লজ্জিত হয়ে পড়েন, তা ভিডিয়ো দেখেই আঁচ করা যায়। প্রসঙ্গত, এই মুহূর্তে পরিচালক রাজা চন্দ শারীরিক অসুস্থতার কারণে ভর্তি হাসপাতালে। সেখান থেকেই তিনিও জানালেন শুটিং চলাকালীনই বড় বিপদের হাত থেকে রক্ষা পান বনি। অল্প আঘাতের মধ্যে দিয়েই বেঁচে গিয়েছিলেন সে যাত্রা।
যে ছবির শুটিংয়ে এত কাণ্ড সেই ছবির নাম আম্রপালির। রাজা চন্দের নতুন ছবি। ছবিতে বনি ছাড়াও রয়েছেন সোমরাজ ও আয়ূষী তালুকদার। এক ত্রিকোণ প্রেমের গল্প বুনছেন তাঁরা। সোমরাজ ও আয়ুষীর রিয়েল লাইফ প্রেমের কথা অজানা নয়। সেই প্রেম এবার পর্দাতেও। তবে তৃতীয় ব্যক্তি হয়ে এন্ট্রি নিয়েছেন বনি। শোনা যাচ্ছে, ছবিতে নাকি একেবারেই ছক ভাঙা চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। ছবির প্রযোজনা সংস্থা এসসি এন্টারটেনমেন্ট।
মাস দেড়েক আগে বিজেপি ছেড়েছেন বনি। সম্প্রতি পুরভোটের আগে তাঁকে দেখা গিয়েছিল তৃণমূলের প্রচারে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই অফিসিয়ালি তৃণমূলে যোগদান করবেন বনি সেনগুপ্ত। তবে একই সঙ্গে অভিনয়ও চালিয়ে যাবেন জোর কদমে। সেখানে মোটেও হেলাফেলা নয়।
আরও পড়ুন- Bappi Lahiri Death: বাপ্পির ইচ্ছেপূরণেই কলকাতায় বাপ্পা, গঙ্গাগর্ভে বিলীন গায়কের শেষ চিহ্নটুকুও
আরও পড়ুন-Bengali Serial Pilu: ‘পিলু’ ধারাবাহিকের সেটে কোন অভিনেতা ‘র্যাগিং’ করেছিলেন মেঘাকে?
আরও পড়ুন-Shane Warne: তাঁর বায়োপিকে কোন অভিনেতাকে দেখতে চেয়েছিলেন ‘ক্রিকেটের বরপুত্র’ শেন ওয়ার্ন?