Actor Dev: বাঘাযতীন রূপে দেব, উচ্ছ্বসিত দর্শক, মিল খুঁজলেন ‘লাল সিং চাড্ডা’র সঙ্গে

Actor Dev: এই বছরটা যেন দেবেরই। ব্যোমকেশ রূপে তিনি আসছেন, আসছেন বাঘাযতীন রূপেও। শুক্রবার সকালেই সামাজিক মাধ্যমে চোখে আগুন নিয়ে হাজির হলেন সাংসদ...

Actor Dev: বাঘাযতীন রূপে দেব, উচ্ছ্বসিত দর্শক, মিল খুঁজলেন 'লাল সিং চাড্ডা'র সঙ্গে
বাঘাযতীন রূপে দেব, উচ্ছ্বসিত দর্শক
Follow Us:
| Edited By: | Updated on: Jun 23, 2023 | 4:30 PM

এই বছরটা যেন দেবেরই। ব্যোমকেশ রূপে তিনি আসছেন, আসছেন বাঘাযতীন রূপেও। শুক্রবার সকালেই সামাজিক মাধ্যমে চোখে আগুন নিয়ে হাজির হলেন সাংসদ, গায়ে খাকি পোশাক, গাল ভর্তি দাড়ি, এ দেবকে আপনি আগে দেখেননি। প্রকাশ পেল বাঘাযতীন রূপে তাঁর আর এক লুক। একই সঙ্গে প্রকাশ্যে এল ছবির দিনক্ষণ। পোস্টার শেয়ার করে দেব লিখলেন, “হুকুমত-এ-জুলমকে শেষ করার জন্য আর দেরি নয়, এক বাঘই যথেষ্ট। ভারতের মাটির ছেলে বাঘা যতীনের এর অমর কাহিনীকে প্রথম বার বড় পর্দায় নিয়ে আসছি।” কবে আসছে এই ছবি?

দেব জানিয়েছেন, আগামী ২০ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। পুজোর সময় দর্শক খুঁজে পাবেন এক অন্য দেবকে। ছবিটির পরিচালক অরুন রায়। এই ছবির শুটিং করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে দেবকে। ওড়িশায় এই ছবির একটি বড় অংশের শুট হয়েছে। শুটিং চলাকালীন আহতও হয়েছেন দেব। শুট চলেছে বুড়িবালামের জঙ্গলেও। ইংরেজদের বিরুদ্ধে গর্জে ওঠা এই তরুণ যুবকের জীবন ফুটিয়ে তুলতে যাতে কোনও ফাঁকি না থাকে সেই কারণেই নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি। হিন্দি ও বাংলা দুই ভাষাতেই মুক্তি পাবে এই ছবি। দক্ষিণী ছবিতে এই ট্রেন্ড আগেই দেখা গিয়েছে। এবার টলিউডে সেই ট্রেন্ড শুরু করলেন জিৎ-দেবেরা।

তাঁর এই লুক সামনে আসার পর থেকেই অনেকেই তাঁর মিল খুঁজে পেয়েছেন আমির খানের ‘লাল সিং চাড্ডা’র সঙ্গে। তবে জানিয়ে রাখা ভাল, বাস্তবে এই দুই ছবির কোনও মিল নেই। দাড়ি আর পাগড়ির মিল থাকলেও চোখের দৃষ্টিও ভিন্ন। বাঘাযতীনের দৃঢ় চিত্ত পোস্টারে ভাল ভাবেই ফুটিয়ে তুলেছেন দেব, ছবিটি দর্শক কতটা আপন করে নেয়, এক্ষণ সেটাই দেখার। প্রসঙ্গত, এই ছবিতে দেবের বিপরীতে কিন্তু রুক্মিণী মৈত্র নন, বরং দেখা যাবে নবাগতা ইন্দুবালা বন্দ্যোপাধ্যায়কে। বাঘাযতীনের স্ত্রী ইন্দুবালা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র ফুটিয়ে তুলবেন তিনি। এ ছাড়াও বাঘাযতীনের দিদির ভূমিকায় দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তীকে। গত বছর ১৫ অগস্ট এই ছবির ঘোষণা করেছিলেন দেব। এবার সামনে এল পোস্টার। দর্শক এই ছবিকে কতটা ভালবাসা দেন, এখন সেটাই দেখার।