‘হ্যাপি বার্থ ডে লভ’, রুক্মিণীর জন্য ভালবাসা প্রকাশ দেবের

Dev Rukmini Maitra: রবিবার দিনভর সোশ্যাল মিডিয়ায় কোনও আপডেট দেননি দেব। অথচ তিনি সোশ্যাল মিডিয়ায় তুমুল অ্যাকটিভ থাকেন।

‘হ্যাপি বার্থ ডে লভ’, রুক্মিণীর জন্য ভালবাসা প্রকাশ দেবের
দেবের শেয়ার করা সেই ছবি। ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2021 | 9:06 PM

রুক্মিণী মৈত্র আজ বার্থ ডে গার্ল। জন্মদিন মানে আরও কিছুটা অভিজ্ঞতা সঞ্চয়। এমনটাই মনে করেন অভিনেত্রী। প্যানডেমিকের কারণে সেলিব্রেশন সীমিত। তবে তাঁর জন্মদিনে ভালবাসার মানুষ দেব আলাদা আয়োজন করবেন না, তা তো হয় না। আয়োজন করলেন দেব। প্রকাশ্যে রুক্মিণীর প্রতি নিজের ভালবাসাও প্রকাশ করেছেন তিনি।

রবিবার দিনভর সোশ্যাল মিডিয়ায় রুক্মিণীকে নিয়ে কোনও আপডেট দেননি দেব। অথচ তিনি সোশ্যাল মিডিয়ায় তুমুল অ্যাকটিভ থাকেন। বান্ধবীর জন্মদিনে বিশেষ কী পোস্ট করেন, সে দিকে নজর ছিল অনুরাগীদের। অবশেষে রুক্মিণীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন দেব।

দেবের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তিনি রুক্মিণীর পাশে দাঁড়িয়ে। রুক্মিণীর হাতে ধরা বার্থডে কেক। রং মিলিয়ে পোশাক পরেছেন দু’জনে। রুক্মিণীর কেক কাটার পর্ব সারা। গালে লেগে রয়েছে কেকের অংশ।

দেব লিখেছেন, ‘হ্যাপি বার্থডে লভ, উইশ ইউ লটস অ্যান্ড লটস অফ লভ, লাক অ্যান্ড লাইফ ফুল অফ হ্যাপিনেস। কিপ বিয়িং দ্য সানশাইন দ্যাট ইউ আর অলওয়েজ’।

আরও পড়ুন, আমি ঈশ্বরে বিশ্বাসী… সেই দিক থেকে মনে করেছিলাম, মায়ের চরিত্র এসেছে যখন, নিশ্চয়ই পারব: তনুশ্রী ভট্টাচার্য 

দেবের এই শুভেচ্ছাবার্তার কমেন্টে বহু অনুরাগী রুক্মিণীকে শুভেচ্ছা জানিয়েছেন। এর আগেও রুক্মিণীর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যেই শেয়ার করেছেন দেব। কিন্তু রুক্মিণী দেবকে বন্ধু হিসেবে পরিচয় দেন। যুগলকেই শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।

আরও পড়ুন, দুই খুদের মধ্যে একজন অভিনয় করেন, কে বলুন তো?