দেবলীনা কুমার -গৌরব চট্টোপাধ্য়ায়ের ওয়েডিং রিসেপশন
গৌরব-দেবলীনা।

দেবলীনা কুমার -গৌরব চট্টোপাধ্য়ায়ের ওয়েডিং রিসেপশন

শুভঙ্কর চক্রবর্তী |

Mar 13, 2021 | 5:43 PM

১৫ ডিসেম্বর পিসি চন্দ্র গার্ডেন্স-এ হয়েছিল দেবলীনা কুমার -গৌরব চট্টোপাধ্য়ায়ের ওয়েডিং রিসেপশন।

গত মঙ্গলবার, ১৫ ডিসেম্বর পিসি চন্দ্র গার্ডেন্স-এ হয়েছিল দেবলীনা কুমার -গৌরব চট্টোপাধ্য়ায়ের ওয়েডিং রিসেপশন। TV9 Bangla ডিজিটালের সাংবাদিক শুভঙ্কর চক্রবর্তী সন্ধ্য়া থেকে রাত পর্যন্ত ঘুরে বেড়িয়েছিলেন পিসি চন্দ্র গার্ডেন্স-এর আনাচ-কানাচ। আট দিনের মাথায়, আজ মঙ্গলবার ফিরে দেখা সেই সন্ধ্য়া।