Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sreelekha Mitra: ‘কখনওই নারীত্বের সংজ্ঞা নও’, বয়স অকপটে জানালেন শ্রীলেখা, বিঁধলেন ঋতুপর্ণাকেও?

Sreelekha Mitra: গতকাল অর্থাৎ বুধবার জন্মদিন ছিল শ্রীলেখার। তাঁর শরীর ভাল নেই। জ্বরে আক্রান্ত তিনি। এরই মধ্যে এক পোস্টে শ্রীলেখা লেখেন..

Sreelekha Mitra: 'কখনওই নারীত্বের সংজ্ঞা নও', বয়স অকপটে জানালেন শ্রীলেখা, বিঁধলেন ঋতুপর্ণাকেও?
বয়স অকপটে জানালেন শ্রীলেখা, বিঁধলেন ঋতুপর্ণাকেও?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2023 | 4:19 PM

মাস খানেক আগের ঘটনা। বাংলাদেশে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানেই এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, “৫২ বছর বয়সেও আপনি কী করে এত সুন্দর”? প্রশ্ন শুনে বেশ অস্বস্তিতে পড়েন তিনি। হেসে ব্যাপারটা হালকা করতে চান প্রথমে। তবুও ওই সাংবাদিক থামেননি। ঋতুপর্ণাকে বলতে শোনা যায়, “হিরোইনদের বয়স জিজ্ঞাসা করতে নেই। মেয়েদের বয়স কেন জিজ্ঞাসা করছেন? ছেলেদের মাইনে আর মেয়েদের বয়স কখনও জানতে নেই।” ওই প্রশ্নটি যদি বাদ দেওয়া না হয়, তবে তিনি ওই সাংবাদিক সম্মেলন ছেড়ে বেরিয়ে যাবেন বলেও জানান ঋতুপর্ণা। এবার কি সেই প্রসঙ্গ টেনে নাম না করে ঋতুপর্ণাকে খোঁচা দিলেন শ্রীলেখা মিত্র?

গতকাল অর্থাৎ বুধবার জন্মদিন ছিল শ্রীলেখার। তাঁর শরীর ভাল নেই। জ্বরে আক্রান্ত তিনি। এরই মধ্যে এক পোস্টে শ্রীলেখা লেখেন, “শুনলান হিরোইনদের নাকি বয়স বাড়েনা, কেন তাড়া কি অন্য গ্রহের প্রাণী? জানি না ভাই, আমি তো ৫০ পূর্ণ করে কাল ৫১-য়ে পা হাত মাথা, শরীর দিলাম, যদিও মনের বয়স ১৫ বছর। বয়স বাড়া খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। বয়স বাড়ার এই প্রক্রিয়াকে উপভোগ করা উচিৎ। আমার খারাপ লাগে যখন দেখি মেয়েরা বয়স লুকোচ্ছে। যে সমস্ত সমালোচক একজন হিরোইনকে তাঁদের বয়সের নিরিখে বিচার করে থাকেন, ভগবান তাঁদের সুস্থতা দিক। ওদের জন্যই মেয়েরা বয়স লুকিয়ে যেতে বাধ্য হয়”। এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, “খারাপ লাগে ওই মহিলাদের জন্য। তোমরা কখনওই নারীত্বের সংজ্ঞা হতে পার না।”

শ্রীলেখার এই মন্তব্যে সহমত অনেকেই। হিরোইন মানেই যে বয়স লুকিয়ে রাখতে হবে এই কনসেপ্টে বিশ্বাসী নন সস্তিকা মুখোপাধ্যায়। ৪০ পেরোতেই জোর গলায় জানিয়েছেন সেই কথা। নো-মেকআপ লুকে শেয়ার করেছেন ছবি। হিরোইনরাও মানুষ, বয়স তাঁদেরও হয়– এই সহজ সত্যিটারই প্রমাণ বারেবারেই দিয়ে চলেছেন তাঁরা।