‘পর্ণশ্রী ভেনিস…ভোটের সময় মানুষের জন্য কাজ-পাগলরা ভ্যানিশ’, ক্ষোভ উগরে দিলেন অপরাজিতা আঢ্য
বাড়ির সামনের ছবি শেয়ার করেছেন অপরাজিতা। সেখানে দেখা যাচ্ছে রাস্তা যেন নদী। অতিকষ্টে পারাপার করছেন জন সাধারণ। এরই মধ্যে দোসর ইলেকট্রিক তারের ভয়।
রাতভর নাগাড়ে বৃষ্টি। জল থই থই তিলোত্তমা। উত্তরে আমহার্স্ট স্ট্রিট থেকে দক্ষিণে টালিগঞ্জ, যাদবপুরের জল যন্ত্রণার চেনা ছবি। বাদ নেই বেহালার পর্ণশ্রী। সেখানেও জমে হাঁটু জল। এ বার সে কারণেই ক্ষোভ উগরে দিলেন পর্ণশ্রী অঞ্চলে দীর্ঘদিনের বাসিন্দা অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
বাড়ির সামনের ছবি শেয়ার করেছেন অপরাজিতা। সেখানে দেখা যাচ্ছে রাস্তা যেন নদী। অতিকষ্টে পারাপার করছেন জন সাধারণ। এরই মধ্যে দোসর ইলেকট্রিক তারের ভয়। অপরাজিতা লিখেছেন, “আমাদের বেহালা পর্নো শ্রী গত কাল থেকে ভেনিস হয়ে গেছে আর যারা ভোটের সময় খুব মানুষের জন্য কাজ করার জন্য পাগল হয়ে যাচ্ছিল তারা সবাই ভ্যানিশ হয়ে গেছে কি মজা আমরা এখন ভেনিস এ আছি।” ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। তাঁকে সমর্থন করেছেন সাধারণও। বেহালার জল সমস্যা বহু পুরনো। ভোট আসা-যাওয়ার মাঝেও সেই চিত্রের পরিবর্তন যে নেই সে কথাই ইনস্টা পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন অভিনেত্রী।
View this post on Instagram
প্রসঙ্গত, পর্ণশ্রী বেহালা পশ্চিম বিধানসভার অন্তর্গত। ২০২১ বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে শুধু পর্ণশ্রীই নয় ২৬ জুন গঙ্গায় ভরা কোটাল আসার সম্ভাবনায় পরিস্থিতি যে আরও খারাপ হতে পারে সে আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কলকাঁটা পুরসভা। এরই মধ্যে ডিভিস থেকে জল ছাড়ারও খবর মিলেছে। ২৯ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে খবর। মাইথন থেকে জল ছাড়া হয়েছে ৮৫০০ কিউসেক জল। পাঞ্চেত থেকে ১৪ হাজার কিউসেক ও বাকি জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে। আপাতত তিনটে লকগেট খুলে দেওয়া হয়েছে। আরও লকগেট খোলা হবে। ইঙ্গিত দিয়েছে ডিভিসি।
আরও পড়ুন- ভিভের সন্তান গর্ভে জেনেও নীনাকে বিয়ে করতে চাওয়া প্রসঙ্গে মুখ খুললেন সতীশ কৌশিক