Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengali Movie: ফোনের রিসিভার কানে পরাণ বন্দ্যোপাধ্যায়, কাদের কথা শুনছেন?

Bengali Movie: এক বৃদ্ধ মানুষ। আর এক তরুণ দম্পতি। ভুল ফোন কলের মাধ্যমে সেই দম্পতির ঘরের চিত্র ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে ওই বৃদ্ধের কাছে। তিনি যেন ওই দুটি মানুষের জীবনের সঙ্গে নানা ভাবে জড়িয়ে যেতে থাকেন।

Bengali Movie: ফোনের রিসিভার কানে পরাণ বন্দ্যোপাধ্যায়, কাদের কথা শুনছেন?
পরাণ বন্দ্যোপাধ্যায়।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2021 | 3:30 PM

সে ছিল এক ল্যান্ড ফোনের যুগ। ফোন বাজলে দৌড়ে গিয়ে ধরা হোক বা ধরতে না পারলে অপর প্রান্তে কে ছিলেন, বুঝতে না পারা…, মোবাইল এসে যাওয়ার পর সে সব এখন অতীত। কিন্তু কানে ল্যান্ডফোনের রিসিভার ধরে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ কাদের কথা শুনছেন বলুন তো?

ইনি অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। এ ছবি তাঁর আসন্ন ছবি ‘বেলাইন’-এর। সদ্য মুক্তি পেয়েছে ‘বেলাইন’-এর ফার্স্ট লুক। আর সেখানে ফোনের রিসিভার কানে ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল পরাণ বন্দ্যোপাধ্যায়কে।

এক বৃদ্ধ মানুষ। আর এক তরুণ দম্পতি। ভুল ফোন কলের মাধ্যমে সেই দম্পতির ঘরের চিত্র ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে ওই বৃদ্ধের কাছে। তিনি যেন ওই দুটি মানুষের জীবনের সঙ্গে নানা ভাবে জড়িয়ে যেতে থাকেন। মাত্র একটা ফোন। ভুল ফোন। এ ভাবেই আমূল বদলে দেন ওই বৃদ্ধের দৈনন্দিন। ঠিক এ ভাবেই নতুন ছবি ‘বেলাইন’-কে সাজিয়েছেন পরিচালক শমীক রায় চৌধুরি।

Beline

ছবির ফার্স্ট লুক।

ছবি প্রসঙ্গে আগে এক সাক্ষাৎকারে TV9 বাংলাকে পরিচালক বলেছিলেন “বেলাইন। দুটো ঘরের ছবি। স্ক্রিন প্লে, ট্রিটমেন্ট দিয়ে দর্শক ধরে রাখার চেষ্টা করেছি। পরতে পরতে নতুন সারপ্রাইজ থাকবে একেবারে শেষ বাঁক পর্যন্ত। এক বয়স্ক ভদ্রলোক একটি ইয়ং কাপলের ঘরের ভিতরের পুরো ছবিটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ শুনতে পাচ্ছেন, ভুল ফোন কলের মাধ্যমে। যেটা উনি শুনতে পাচ্ছেন, সেটাই দর্শক দেখতে পাচ্ছেন। ধীরে ধীরে ওই বৃদ্ধ ভদ্রলোক তরুণ দম্পতির জীবনের সঙ্গে যুক্ত হয়ে যান।”

মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য এবং তথাগত। একেবারে ভিন্ন আঙ্গিকের গল্প বলে দাবি নির্মাতাদের। একটি নতুন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ১০০ মিনিটের এই ছবি। সুপ্রিয় দত্তর ক্যামেরা, তপন শেঠের আর্ট ডিরেকশন, সংলাপ ভৌমিকের সম্পাদনা এই ছবির সম্পদ। পরিচালক আরও জানিয়েছিলেন, তরুণ দম্পতির টক্সিক রিলেশনশিপ অনেকটা রোলার কোস্টারের মতো। কখনও ভাল, উপরে উঠে যাচ্ছে। কখনও বা খারাপ, যে ভাবে রোলার কোস্টার নীচে নেমে যায়। এই বৃদ্ধকে ঘিরেই গল্প। যিনি এই জার্নির সঙ্গী হবেন।

আরও পড়ুন, Biswanath Basu: ১৩ বছরের দাম্পত্যের পর বিশ্বনাথ বললেন, ‘চোখ বন্ধ করে ভরসা করা যায় আমাদের আগামীকে’