গুজবে কান দিতে বারণ, নুসরতের সঙ্গেই সুখে সংসার করছেন, দাবি হিরো আলমের

হিরো আলমের প্রথম পক্ষের স্ত্রী তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন 'বিখ্যাত' হওয়ার পর তিনি নাকি তাঁর সন্তান এবং স্ত্রীর খোঁজ রাখেন না।

গুজবে কান দিতে বারণ, নুসরতের সঙ্গেই সুখে সংসার করছেন, দাবি হিরো আলমের
হিরো আলম
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2021 | 2:33 PM

নেটদুনিয়ার চর্চিত নাম হিরো আলম। বিনোদন জগতে স্বঘোষিত হিরো তিনি। তাঁকে মিম-রোস্টের সংখ্যাও কম নয়। দিন কয়েক আগেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই রটেছিল নানা খবর। তবে সবাইকে নিশ্চিত করে আলম জানিয়েছেন, সব ঠিক আছে। নুসরতের সঙ্গেই সংসার করছেন তিনি।

যদিও এই নুসরতের সঙ্গে এ পার বাংলার অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের কোনও সম্পর্ক নেই। হিরো আলমের নুসরত তাঁর দ্বিতীয় স্ত্রী। সম্প্রতি শোনা যায়, সেই স্ত্রী নালি আলমকে ছেড়ে অন্য এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গিয়েছেন। যদিও হিরো আলমের দাবি, এ খবর মিথ্যে।

ইনস্টাগ্রামে দু’জনের ছবি শেয়ার করে হিরো আলম লিখেছেন, “কিছু ভুয়া পেজ এবং ইউটিউব আছে যাদের খেয়ে কোনো কাজ। নাই বাজে কিছু গুজব রটাচ্ছে। আমার স্ত্রী । নুসরাত নাকি আমাকে ছেড়ে চিকন আলী সাথে পালিয়ে গেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা কেউ গুজবে কান দিবেন না আমরা।” তিনি আরও লেখেন, “অনেকেরই সহ্য হচ্ছে না তাই আজে বাজে নিউজ করছে ইউটিউবে পেজে ভিউ বাড়ানোর জন্য ইনকাম করার জন্য আমাদের নাম ভাঙিয়ে। খাচ্ছে ভিডিও বানাচ্ছে । আমরা একসাথে আছি। সংসার করছি সবাই দোয়া করবেন আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়।”

হিরো আলমের প্রথম পক্ষের স্ত্রী তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ‘বিখ্যাত’ হওয়ার পর তিনি নাকি তাঁর সন্তান এবং স্ত্রীর খোঁজ রাখেন না। হিরো আলম সে খবর অস্বীকার করলেও পরে জানা যায় নুসরত নামক মহিলার সঙ্গেই সংসার পেতেছেন তিনি। সেই নুসরতকে নিয়ে খবর রটতেই রেগে গেলেন হিরো আলম। সাফ জানালেন, ‘ সবই মিথ্যে’।

আরও পড়ুন-রাম থেকে রনিত… ছোট পর্দার এই সব অভিনেতার গাড়ির দাম শুনলে চমকে যাবেন!