AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aritra Dutta Banik: টাইম মেশিন পেলে কোথায় ফিরে যেতে চাইতেন অরিত্র দত্ত বণিক?

Jisshu Dasgupta Birthday: জীবনে যিনি প্রথম ব্রেক দিয়েছিলেন। পাড়াগাঁ থেকে সোজা স্টার তৈরি করে দিয়েছিলেন, সেই বিশেষ মানুষটিকে আজও ভোলেননি অরিত্র।

Aritra Dutta Banik: টাইম মেশিন পেলে কোথায় ফিরে যেতে চাইতেন অরিত্র দত্ত বণিক?
সেই ছোট্ট অরিত্র।
| Edited By: | Updated on: Sep 03, 2022 | 1:09 PM
Share

জীবনে যিনি প্রথম ব্রেক দিয়েছিলেন। পাড়াগাঁ থেকে সোজা স্টার তৈরি করে দিয়েছিলেন, সেই বিশেষ মানুষটিকে আজও ভোলেননি অরিত্র। একদা শিশু শিল্পী অরিত্র দত্ত বণিক। প্রতিভাবান এই অভিনেতা লেখাপড়াতেও খুব মেধাবী। চুটিয়ে অভিনয়টাও করছেন। একটা সময় অরিত্র ছিলেন বাংলা সিনেমার সেই শিশুশিল্পী, যাঁকে একডাকে চিনত গোটা বাংলা। তাঁকে লাইমলাইটে এনেছিলেন বিখ্যাত পরিচালক ও প্রযোজক যিশু দাশগুপ্ত। আজ যিশুর জন্মদিন। তাই আজ তাঁকে একটি ফেসবুক পোস্ট মারফত মনে করলেন অরিত্র দত্ত বণিক। জানালেন শ্রদ্ধা ও ভালবাসা। ছোটবেলার আবৃত্তি মঞ্চের ছবি শেয়ার করে লম্বা নোক লিখেছেন অরিত্র।

ফেসবুকে অরিত্র লিখেছেন:

“পাড়াগাঁয়ের এক সাধারণ আবৃত্তি শিল্পীকে ধরে সোজা ইন্ডাস্ট্রি জায়েন্ট টেলিভিশন প্রজেক্ট ‘তিথির অতিথি’র মুখ্য শিশুশিল্পী বানিয়ে দেওয়ার পর থেকেই বাংলার ঘরে-ঘরে আমাকে নিয়ে চর্চা শুরু হল। সেই সম্মান এখনও কিছুই দেশকে ফিরিয়ে দিয়ে উঠতে পারিনি। কিন্তু সেই কর্মকাণ্ডের পিছনে মূল নায়ক আজ আর নেই। তবুও তাঁর জন্মদিনে তাঁর প্রতি আমার ভালবাসা, শ্রদ্ধা একই আছে। তাঁর বাড়িতে হাজির হলেই তাঁর পুত্র সন্তান সম্রাট দাশগুপ্তের মতোই স্বাধীনতা ছিল আমার। পরিচালক-প্রযোজক নয়, যিশু দাশগুপ্ত ছিলেন আমার আর এক অভিভাবক। টাইম মেশিন পেলে আর একবার ফিরে যাব সেই দিনগুলির কাছে, যাবই। শুভ জন্মদিন যিশু জেঠু।”

ছোটবেলায় অভিনয়ের পাশাপাশি লেখাপড়াটাও মন দিয়ে করেছিলেন অরিত্র। পরবর্তীকালে তিনি যাদবপুর বিশ্ব বিদ্যালয়ে লেখাপড়া করেছেন। ওয়েব সিরিজ়ে অভিনয় করছেন। সিনেমাতেও অভিনয় করছেন। সবদিক বজায় রাখছেন দারুণ ভাবে। অরিত্র অনেকের অনুপ্রেরণা।