‘RIP লিখে যেটুকু সময় বাঁচান, সেই সময় দিয়ে আপনারা কী করেন?’, প্রশ্ন অনির্বাণের

অনির্বাণের প্রশ্নে সহমত পোষণ করেছেন নেটিজেনদের একাংশ। একজনের বক্তব্য, "আমি তো প্রথমে বুঝতেই পারতাম না ব্যাপারটা। জানতামই না, তারপর জানলাম, এর পর থেকে চুপ থাকা সম্মান প্রদর্শন করা হয়।

'RIP লিখে যেটুকু সময় বাঁচান, সেই সময় দিয়ে আপনারা কী করেন?', প্রশ্ন অনির্বাণের
অনির্বাণ চক্রবর্তী
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2021 | 5:19 PM

সেলিব্রিটি প্রয়াত হয়েছেন? কিংবা আত্মীয়-পরিজন? হালফিলের নতুন ট্রেন্ড, RIP… যার পুরো অর্থ Rest in peace … বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘শান্তিতে ঘুমোন’। কিন্তু রেস্ট ইন পিসের জায়গায় শুধু RIP লেখা নিয়েই প্রশ্ন তুলেছেন অনস্ক্রিন ‘একেনবাবু’ অনির্বাণ চক্রবর্তীর।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অনির্বাণ। আপাতদৃষ্টিতে সেই পোস্ট নেহাত মজার মনে হলেও লুকিয়ে রয়েছে গুঢ় অর্থ। অনির্বাণ লিখেছেন, “Rest in peace এর বদলে RIP লিখে যেটুকু সময় বাঁচান, সেই সময়টুকু দিয়ে আপনারা কী করেন?” বুঝিয়ে দিয়েছেন শর্টকার্ট নয় শেষ শ্রদ্ধায় তাঁর পছন্দ অন্তত পুরো কথা।

অনির্বাণের প্রশ্নে সহমত পোষণ করেছেন নেটিজেনদের একাংশ। একজনের বক্তব্য, “আমি তো প্রথমে বুঝতেই পারতাম না ব্যাপারটা। জানতামই না, তারপর জানলাম, এর পর থেকে চুপ থাকা সম্মান প্রদর্শন করা হয়।” আর একজন লিখেছেন, “খুব ভাল বলেছেন। আমি তো অনেক সময়েই সেই সব abbreviation বুঝতেই পারি না।” অনির্বাণের প্রশ্নের উত্তর দিতে পারেননি নেটিজেনরা। প্রশ্নের উত্তর জানেন না তিনি নিজেও। কাজের ক্ষেত্রে যদিও অনির্বাণ এক্সপ্রেস চলছে তরতরিয়ে। ওয়েব সিরিজ-ছবির কাজ তো রয়েছেই। খুব শীঘ্রই মুক্তি পাবে অনির্বাণ অভিনীত ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেনি’। পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়।

আরও পড়ুন-আট বছর পূর্ণ করল শুভশ্রীর প্রথম সন্তান, দেখুন ভিডিয়ো