‘অবশেষে ও পরিবারের অংশ হতে চলেছে…’, অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে? মুখ খুললেন অভিনেতা
ইনস্টাগ্রামে ওই পোস্টে অঙ্কুশ লিখেছেন, "অবশেষে বহুদিন পর ও আমাদের পরিবারের অংশ হতে চলেছে। স্বপ্ন সত্যি হচ্ছে।" এই 'ও'টি কে তা খোলসা করেননি অঙ্কুশ, আর সে কারণেই উত্তেজনা বেড়েছে ভক্তমহলে।
একটি পোস্ট আর অঙ্কুশের ওই পোস্টেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। চারিদিকে প্রশ্ন, অঙ্কুশ হাজরা কি বিয়ে করছেন? ঐন্দ্রিলার সঙ্গে দশ বছরের প্রেম অবশেষে পরিণতি পেতে চলেছে? গুঞ্জন-উত্তেজনা থামছে না। আর ঠিক এমনটাই বোধহয় চেয়েছিলেন অভিনেতা।
ইনস্টাগ্রামে ওই পোস্টে অঙ্কুশ লিখেছেন, “অবশেষে বহুদিন পর ও আমাদের পরিবারের অংশ হতে চলেছে। স্বপ্ন সত্যি হচ্ছে।” এই ‘ও’টি কে তা খোলসা করেননি অঙ্কুশ, আর সে কারণেই উত্তেজনা বেড়েছে ভক্তমহলে। কেউ লিখেছেন, “দাদা বিয়ে করছ”? আবার কেউ বা আগাম শুভেচ্ছাও জানিয়ে রেখেছেন তাঁকে।
View this post on Instagram
টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল অঙ্কুশ হাজরার সঙ্গে? বিয়ে করার প্রসঙ্গ তুলতেই খানিক হাসলেন তিনি। তারপর বললেন, “যদি বলেই দিতাম তাহলে কি এত হেঁয়ালি করে পোস্ট দিতাম। যে যা ভাবছে ভাবুক আপাতত।” সাসপেন্স জিইয়েই রাখলেন অভিনেতা। তবে টলিউড সূত্রে খবর, বিয়ে নয়, নতুন ছবির জন্য এ অঙ্কুশের প্রোমোশনাল স্টান্ট, হালফিলের স্টাইল তেমনটাই। যদিও বিয়ের বাদ্যি বাজে কখন- কেই বা বলতে পারে। এ বছরই প্রথম বার একসঙ্গে অনস্ক্রিন জুটি বেঁধেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সেই ছবি বক্স অফিসে ভালই ব্যবসা করেছে। আবারও জুটি বাঁধতে চলেছেন তাঁরা। এরই মধ্যে দিন কয়েক আগে কমেডিয়ান স্যান্ডি সাহার সঙ্গেও বাকবিতন্ডায় জড়িয়েছিলেন অঙ্কুশ। রয়েছে প্রেম, রয়েছে বিতর্ক, তব্য সাাসপেন্স তাঁর বড়ই প্রিয়, যার প্রমাণ মিলল আরও একবার।